সংস্কৃতিমন্ত্রক
সংস্কৃতি মন্ত্রক ১৫-১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত ‘ভারতে সংগ্রহশালার নতুন করে পরিকল্পনা’ শীর্ষক বিষয়ে প্রথম বিশ্ব পর্যায়ে সম্মেলনের আয়োজন করেছে
प्रविष्टि तिथि:
08 FEB 2022 2:45PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৮ ফেব্রুয়ারি, ২০২২
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ১৫-১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত ‘ভারতে সংগ্রহশালার নতুন করে পরিকল্পনা’ শীর্ষক বিষয়ের উপর এই প্রথম দু’দিনের বিশ্ব পর্যায়ের সম্মেলনের আয়োজন করেছে। দেশের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী এবং সাধারণ মানুষ, সংস্কৃতি ও ঐতিহ্যশালী গৌরবময় ইতিহাস উদযাপনের অঙ্গ হিসাবে আজাদি কা অমৃত মহোৎসবের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। ভারত ও সারা বিশ্ব থেকে সংগ্রহশালা উন্নয়ন ও পরিচালনা ক্ষেত্রে যুক্ত ব্যক্তি, বিশেষজ্ঞরা এতে অংশ নেবেন। ব্লুমবার্গের অংশীদারিত্বে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। ২৫টিরও বেশি সংগ্রহশালা বিশেষজ্ঞ এবং যাদুঘর পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বক্তব্য রাখবেন। সংগ্রহশালাগুলি বিকাশের জন্য একটি নক্শা তৈরি করা, সংস্কারসাধন এবং দেশে বর্তমান সংগ্রহশালাগুলিকে পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি এই সম্মেলনের উদ্বোধন করবেন। ‘ভারত মানব সভ্যতার সূচনাকাল থেকে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের দেশ’ শীর্ষক বিষয়ের উপর বক্তব্য রাখবেন। অনলাইনের মাধ্যমে এই সম্মেলনে যোগদান করা যাবে। এর জন্য লিঙ্কটি হ’ল -
https://www.reimaginingmuseumsinindia.com/
আরও বিস্তারিত জানতে ক্লিক করুন - #MuseumsReimagined - এই লিঙ্কটিতে
CG/SS/SB
(रिलीज़ आईडी: 1796694)
आगंतुक पटल : 226