আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
azadi ka amrit mahotsav

স্মার্ট সিটি প্রকল্পে এ পর্যন্ত ১,৮৮,৫০৭ কোটি টাকার মোট ৬,৭২১টি প্রকল্পের দরপত্র চূড়ান্ত হয়েছে

Posted On: 07 FEB 2022 3:34PM by PIB Kolkata
নতুনদিল্লি, ৭ই ফেব্রুয়ারি, ২০২২
 
আবাসন  ও নগরোন্নয়ন মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত  জবাবে জানিয়েছেন, কেন্দ্র ২০১৫র  ২৫শে জুন থেকে স্মার্ট সিটিজ মিশন (এসসিএম) প্রকল্প শুরু করেছে। ২০১৬ এর জানুয়ারি থেকে ২০১৮র জুন পর্যন্ত চার পর্বের একটি প্রতিযোগিবের মধ্য দিয়ে ১০০টি শহরকে এই প্রকল্পের জন্য বাছাই করা হয়েছে।   কেন্দ্র এই প্রকল্পে ৫ বছরে ৪৮হাজার কোটি টাকা দেবে। প্রতিটি শহর গড়ে প্রতি বছর ১০০ কোটি টাকা পাবে। সমপরিমাণ অর্থ রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসন দেবে। 
 
২০২২-এর  ২১শে জানুয়ারি পর্যন্ত এসসিএম প্রকল্পে  ১,৮৮,৫০৭ কোটি টাকার ৬৭২১টি প্রকল্পের জন্য দরপত্র চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ৬১২৪টি প্রকল্পের ওয়ার্ক অর্ডার বেরিয়ে গেছে। যার মোট আর্থিক পরিমাণ ১,৬২,৯০৮ কোটি টাকা। ইতিমধ্যেই ৫৮,৭৩৫ কোটি টাকা ব্যয়ে ৩৪২১টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। কেন্দ্র স্মার্ট সিটি প্রকল্পে ২৮, ৪১৩ কোটি ৬০ লক্ষ টাকা ১০০টি শহরের জন্য বরাদ্দ করেছে। এর মধ্যে ৮৩% কাজ শেষ হয়েছে। এর জন্য মোট ব্যয়ের পরিমাণ ২৩,৬৬৮ কোটি ২৭ লক্ষ টাকা। এসসিএম প্রকল্পে আরো শহরের নাম যুক্ত করার কোন প্রস্তাব কেন্দ্রের কাছে নেই। 
 
CG/CB

(Release ID: 1796338) Visitor Counter : 127