কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক

কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং বলেছেন, মহামারীর পরিস্থিতি বিবেচনা করে আগামীকাল থেকে সরকারী দপ্তরগুলিতে সমস্ত কর্মীকে আসতে হবে

Posted On: 06 FEB 2022 7:16PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৬ই ফেব্রুয়ারী , ২০২২

 

কেন্দ্রীয় বিজ্ঞান, প্রযুক্তি ও ভূ-বিজ্ঞান দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মী, জন অভিযোগ, পেনশন, আনবিক শক্তি ও মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং জানিয়েছেন, আজ কোভিড পরিস্থিতির পর্যালোচনা করা হয়েছে। দেশজুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা এবং সংক্রমণের হার নিম্নমুখী। এই পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামীকাল ৭ই ফেব্রুয়ারী থেকে সমস্ত সরকারী দপ্তরের সকল স্তরের কর্মীকে কাজে যোগদান করতে হবে। দপ্তরের প্রধানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, কর্মীরা যাতে সবসময় মাস্ক পরে থাকেন এবং যথাযথ কোভিড বিধি মেনে চলেন, সেটি নিশ্চিত করতে হবে।

এর আগে এক নির্দেশিকায় বলা হয়েছিল, ১৫ই ফেব্রুয়ারী পর্যন্ত দপ্তরগুলির মোট কর্মীর ৫০ শতাংশকে কাজে যোগ দিতে হবে। পরবর্তীতে পরিস্থিতির পর্যালোচনা করে নতুন এই নির্দেশিকা প্রকাশ করা হল। এখন থেকে কোনো কর্মীকে বাড়ি থেকে অফিসের জন্য কাজ করতে হবে না।

যে সব কর্মী বাড়ি থেকে কাজ করছেন এবং যাঁরা কোভিড সংক্রমিত, তাদের সকলের সঙ্গে ডাঃ সিং গতমাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন এবং তাঁদের থেকে নানা বিষয়ে পরামর্শ চেয়েছিলেন। এর পর আজ পরিস্থিতির পর্যালোচনা করে পুরোনো নির্দেশিকাটিকে বাতিল করা হয়েছে এবং সকল স্তরের কর্মীকে কাজে যোগদান সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।

 

CG/CB/SFS



(Release ID: 1796013) Visitor Counter : 136