স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৬৮ কোটি ৯৮ লক্ষ ছাড়িয়েছে
দেশে গত ২৪ ঘন্টায় ৪৭ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৫.৬৪ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৭ হাজার ৯৫২
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৩ লক্ষ ৩১ হাজার ৬৪৮
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ১১.২১ শতাংশ
Posted On:
05 FEB 2022 9:25AM by PIB Kolkata
নতুন দিল্লি, ৫ ফেব্রুয়ারি, ২০২২
দেশে গত ২৪ ঘন্টায় ৪৭ লক্ষ ৫৩ হাজার ৮১টি টিকার ডোজ দেওয়া হয়েছে। এরফলে, আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী মোট টিকাকরণের সংখ্যা ১৬৮ কোটি ৫৮ লক্ষ ১৭ হাজার ১৯৯।
আজ সকাল ৭-টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:
স্বাস্থ্যকর্মী
|
প্রথম ডোজ
|
১,০৩,৯৭,৩২০
|
দ্বিতীয় ডোজ
|
৯৮,৯৫,৫০১
|
প্রিকশন ডোজ
|
৩৬,০৯,৪১০
|
অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা
|
প্রথম ডোজ
|
১,৮৪,০০,৫৮৬
|
দ্বিতীয় ডোজ
|
১,৭৩,০৩,৮৪১
|
প্রিকশন ডোজ
|
৪৫,৯৫,৭৭০
|
১৫-১৮ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
৪,৮৮,৪৪,৮৭২
|
দ্বিতীয় ডোজ
|
৪৫,৮০,৫৩৯
|
১৮-৪৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
৫৪,৪০,৫৮,৯১৬
|
দ্বিতীয় ডোজ
|
৪১,৪০,৮৮,০৬৫
|
৪৫-৫৯ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
২০,০৮,৪৯,৬৯১
|
দ্বিতীয় ডোজ
|
১৭,৩৫,৮০,৩৭৫
|
৬০ বছরের বেশি বয়সী
|
প্রথম ডোজ
|
১২,৫২,৭৭,৬৮২
|
দ্বিতীয় ডোজ
|
১০,৮১,৪১,৮৫৯
|
প্রিকশন ডোজ
|
৬১,৯২,৭৭২
|
প্রিকশন ডোজ
|
১,৪৩,৯৭,৯৫২
|
মোট
|
১,৬৮,৯৮,১৭,১৯৯
|
দেশে গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ২ লক্ষ ৩০ হাজার ৮১৪ জন। এর ফলে, মহামারীর শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা ৪ কোটি ২ লক্ষ ৪৭ হাজার ৯০২।
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৫.৬৪ শতাংশ।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৭ হাজার ৯৫২।
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৩ লক্ষ ৩১ হাজার ৬৪৮। এরফলে দেশে মোট আক্রান্তের মধ্যে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের হার ৩.১৬ শতাংশ।
দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ১৬ লক্ষ ৩ হাজার ৮৫৬টি নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা এখনও পর্যন্ত ৭৩ কোটি ৭৯ লক্ষ ৩২ হাজার ২৩৩।
দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ১১.২১ শতাংশ। একইভাবে, দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ৭.৯৮ শতাংশ।
CG/BD/AS/
(Release ID: 1795781)
Visitor Counter : 145