স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৬৭ কোটি ৮৭ লক্ষ ছাড়িয়েছে


দেশে গত ২৪ ঘণ্টায় ৫৫ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৫.১৪ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭২ হাজার ৪৩৩

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৩৩ হাজার ৯২১

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ১২.৯৮ শতাংশ

Posted On: 03 FEB 2022 9:22AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৩ ফেব্রুয়ারি, ২০২২

 

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৫৫ লক্ষ ১০ হাজার ৬৯৩। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ১৬৭ কোটি ৮৭ লক্ষ ৯৩ হাজার ১৩৭।

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

 

সতর্কতামূলক ডোজ

,০৩,৯৬,৬১২

 

৯৮,৮৬,৩০৫

 

 

৩৫,০৯,৯৭৩

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

সতর্কতামূলক ডোজ

,৮৩,৯৮,৬১৫

 

,৭২,৭৯,৯৬১

 

৪২,৮৪,৪৬৮

 

১৫-১৮ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৭৭,৭৯,৪৫৪

 

২১,৬৩,০১৫

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

৫৪,২৮,১০,৪৭৭

 

৪১,০৫,০৪,৬৮৪

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

২০,০৬,২০,৬৭৬

 

১৭,২৭,৩২,৫৭২

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

সতর্কতামূলক ডোজ

১২,৫১,১৮,৫৫৮

 

১০,৭৬,২৭,০৯১

 

৫৬,৮০,৬৭৬

 

 

সতর্কতামূলক ডোজ

,৩৪,৭৫,১১৭

 

মোট

 

,৬৭,৮৭,৯৩,১৩৭

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ১০৭ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৩ কোটি ৯৭ লক্ষ ৭০ হাজার ৪১৪।

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৫.১৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭২ হাজার ৪৩৩ জন।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৫ লক্ষ ৩৩ হাজার ৯২১ হয়েছে, যা মোট আক্রান্তের ৩.৬৭ শতাংশ।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ লক্ষ ৬৯ হাজার ৪৫৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৭৩ কোটি ৪১ লক্ষ ৯৯ হাজার ৬১৪।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ১২.৯৮ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ১০.৯৯ শতাংশ।

 

CG/SS/SB



(Release ID: 1795214) Visitor Counter : 124