প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav g20-india-2023

২০২২ সালের বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠান : ১ হাজারটি মেক ইন ইন্ডিয়া ড্রোন প্রথমবারের মতো শ্রোতা দর্শকদের আকৃষ্ট করবে

Posted On: 28 JAN 2022 12:46PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৮ জানুয়ারি, ২০২২

 

এবছরের বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানের মূল আকর্ষণ ড্রোন প্রদর্শনী। এই প্রথম বিটিং দ্য রিট্রিটে ড্রোন প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। নতুন দিল্লির ঐতিহাসিক বিজয়চকে ২৯শে জানুয়ারি সশস্ত্র বাহিনীগুলির সুপ্রিম কমান্ডার রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অংশ হিসেবে এবারের আয়োজনে কিছু পরিবর্তন করা হয়েছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং অনুষ্ঠানটি প্রত্যক্ষ করবেন। মেক ইন ইন্ডিয়া উদ্যোগে এই অনুষ্ঠানে ড্রোনের সাহায্যে একটি আকর্ষণীয় প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।     

অনুষ্ঠানে মার্শাল সঙ্গীতের মূর্ছনায় ভারতীয়ত্বের ছোঁয়া থাকবে। সেনা বাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ব্যান্ডগুলি মোট ২৬ রকমের আয়োজন উপস্থাপিত করবে। শুরুতে মাসড ব্যান্ড বীর সৈনিকের সুর বাজাবে। এরপর পাইপস ও ড্রামস ব্যান্ড, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ব্যান্ড, বিমান বাহিনীর ব্যান্ড, নৌ বাহিনীর ব্যান্ড, আর্মি মিলিটারি ব্যান্ড তাদের অনুষ্ঠান উপস্থাপিত করবে। কমান্ডার বিজয় চার্লস ডি ক্রুজ পুরো অনুষ্ঠান পরিচালনা করবেন।

আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে এবারের অনুষ্ঠানে কিছু নতুন সুর বাজানো হবে। এর মধ্যে রয়েছে – ‘কেরালা’, ‘হিন্দ কি সেনা’ ও ‘অ্যায় মেরে ওয়াতান কে লোগোঁ’। সর্বকালের জনপ্রিয় সুর সারে জাহাসে আচ্ছা উপস্থাপনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।

একটি নতুন শিল্পোদ্যোগ সংস্থা ‘বটল্যাব ডায়নামিকস’ ড্রোন প্রদর্শনীর আয়োজন করেছে। দিল্লি আইআইটি এবং কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দফতর পুরো ব্যবস্থাপনাটিকে সাহায্য করবে। ১০ মিনিটের প্রদর্শনীতে দেশীয় প্রযুক্তিতে নির্মিত ১ হাজার ড্রোন অংশ নেবে। স্বাধীনতার ৭৫ তম বর্ষে ৩-৪ মিনিটের একটি প্রজেকশন শো নর্থ ব্লক ও সাউথ ব্লকের দেওয়ালে প্রদর্শিত হবে।

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মতো বিটিং দ্য রিট্রিটে যে আমন্ত্রপত্র তৈরি করা হয়েছে সেটি পরিবেশবান্ধব। কোভিড-১৯ মহামারির সময়কালে যা অত্যন্ত প্রাসঙ্গিক। অশ্বগন্ধা, অ্যালয় ভেরা ও আমলকির মতো ঔষধি গাছের বীজ দিয়ে এই কার্ড তৈরি করা হয়েছে। আমন্ত্রিত ব্যক্তিদের তাদের বাগানে বা ফুলের টবে বীজগুলিকে বপন করার পরামর্শ দেওয়া হয়েছে।  

সেনাবাহিনী সারাদিন যুদ্ধের শেষে যখন শিবিরে ফিরে যায়, সেই আয়োজনটিকে বিটিং দ্য রিট্রিট বলা হয়। বহু প্রাচীন ঐতিহ্য অনুসারে বাগলারের আওয়াজের সঙ্গে সঙ্গে সেনাবাহিনী সেদিনের মতো যুদ্ধ শেষ করে। সেই ঐতিহ্য অনুযায়ে বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানে বাদ্য যন্ত্রের পাশাপাশি বিভিন্ন পতাকা নামিয়ে ফেলা হয়। সেনাবাহিনীর সেই ঐতিহ্যের সঙ্গে সাযুজ্য রেখে সাধারনতন্ত্র দিবসের পর বিটিং দ্য রিট্রিটের পরিকল্পনা করা হয়ে থাকে।  

 

CG/CB/SKD/



(Release ID: 1793347) Visitor Counter : 238