নির্বাচনকমিশন

দ্বাদশ জাতীয় ভোটার দিবস উদযাপন

Posted On: 25 JAN 2022 6:57PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৫শে জানুয়ারী, ২০২২

 

দেশজুড়ে আজ দ্বাদশ জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষ্যে নতুন দিল্লিতে মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু। তাঁর বার্তায় উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের হার বাড়ানোর জন্য নির্বাচন কমিশনের উদ্যোগের প্রশংসা করেছেন। প্রাক্তণ মুখ্য নির্বাচন কমিশনার শ্রী নবীন চাওলা ও শ্রী সুনীল আরোরা ছাড়াও স্বীকৃত বিভিন্ন রাজনৈতিক দল যেমন౼ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, বহুজন সমাজপার্টি, ভারতীয় জনতা পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ভারতের জাতীয় কংগ্রেস, ন্যাশনাল পিপলস পার্টির মতো রাজনৈতিক দলের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।  

মুখ্য নির্বাচন কমিশনার শ্রী সুশীল চন্দ্র নির্বাচনকে আরো সর্বাঙ্গীন করে তোলার জন্য কমিশনের উদ্যোগের কথা উল্লেখ করেন। ভবিষ্যতে নির্বাচনে যাতে আরো বেশি ভোটদাতা অংশগ্রহণ করেন, তার জন্য কমিশন কাজ করে চলেছে বলে তিনি জানান। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী শ্রী কিরেণ রিজিজু অনুষ্ঠানে নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন সংস্কারের কথা জানান। তরুণ যোগ্য নাগরিকরা এখন থেকে বছরে চারবার তাদের নাম নথিভুক্ত করার সুযোগ পাচ্ছেন বলে শ্রী রিজিজু জানিয়েছেন। নির্বাচন কমিশনার শ্রী রাজীব কুমার বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী সমস্ত প্রার্থী ও রাজনৈতিক দলগুলি যাতে সমান সুযোগ পায় এবং ভোটদাতারা যাতে নির্ভয়ে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারেন, তার জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে নির্বাচন কমিশন দায়বদ্ধ। আরেক নির্বাচন কমিশনার শ্রী অনুপ চন্দ্র পান্ডে জানান, কোনো ভোটার যাতে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ না পড়েন, সেটি নিশ্চিত করতে কমিশন সক্রিয়। নির্বাচন আয়োজন করতে যে সব আধিকারিকরা উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকেন, তাদের কমিশনের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। জাতীয় ভোটার দিবসের ব্রোশিয়রটি দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন - https://eci.gov.in/files/file/13975-12th-national-voters-day-best-electoral-practices-awards-2021-2022/

নির্বাচন কমিশন, প্লিজিং টু ভোট – আ – ডিকেডাল জার্নি অফ দ্য ন্যাশনাল ভোটার ডে ইন ইন্ডিয়া  এবং  ভারতের নির্বাচনী প্রক্রিয়ার ইতিহাস সম্বলিত একটি প্রকাশনা – লিপ অফ ফেইথ : জার্নি অফ ইন্ডিয়ান ইলেকশন নামে দুটি বই প্রকাশ করেছেন। দ্বিতীয় বইটি ডিজিটাল মাধ্যমে পড়তে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করুন - https://eci.gov.in/files/file/13976-pledging-to-vote-a-decadal-journey-of-the-national-voters%E2%80%99-day-in-india/

অনুষ্ঠানে “আমার ভোট, আমার ভবিষ্যৎ - একটি ভোটের ক্ষমতা” শীর্ষক ভোটার সচেতনতা প্রতিযোগিতার সূচনা করা হয়। গান, শ্লোগান, ভিডিও তৈরি, পোস্টার তৈরি এবং প্রশ্নোত্তর প্রতিযোগিতার মাধ্যমে ভোটারদের মধ্যে সচেতনতা গড়ে তোলা হবে। এবিষয়ে বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন - https://ecisveep.nic.in/contest/

২০১১ সাল থেকে প্রতি বছর ২৫শে জানুয়ারী জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়। ১৯৫০ সালের এই দিনে ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। গণতন্ত্রে প্রতিটি ভোটের গুরুত্ব , ভোটদানে উৎসাহিত করা এবং নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার মতো গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরাই জাতীয় ভোটার দিবসের মূল উদ্দেশ্য।

 

CG/CB/SFS



(Release ID: 1792715) Visitor Counter : 219