রেলমন্ত্রক
আরপিএপ / আরপিএসএফ জওয়ানদের বিশিষ্ট সেবা ও উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক
प्रविष्टि तिथि:
25 JAN 2022 12:26PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৫ই জানুয়ারী, ২০২২
সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে আরপিএফ ও আরপিএসএফ কর্মীদের বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক ও উল্লেখযোগ্য সেবার জন্য পুলিশ পদক দেওয়া হয়েছে।
বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছেন উত্তর পূর্ব রেলওয়ের প্রিন্সিপ্যাল মুখ্য নিরাপত্তা কমিশনার শ্রী অতুল কুমার শ্রীবাস্তব।
উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ পদক প্রাপকদের নাম :
১) শ্রী অজয় কুমার শর্মা, অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট, ষষ্ঠ ব্যাটেলিয়ান, আরপিএসএফ
২) শ্রী সঞ্জয় সুরেশ যোশী, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনার, দক্ষিণ পূর্ব রেল
৩) শ্রী জাভেদ মোকাশি, ইন্সপেক্টর / দক্ষিণ পূর্ব রেল
৪) শ্রী সারওয়ান কুমার, ইন্সপেক্টর / উত্তর রেলের
৫) শ্রী সুরজ কুমার দুবে, ইন্সপেক্টর / জেজেআর আরপিএফ অ্যাকাডেমি, লক্ষ্মৌ
৬) শ্রী নরশিমা উদুগু, ইন্সপেক্টর / দক্ষিণ মধ্য রেল
৭) শ্রী প্রবীর কুমার দাস, ইন্সপেক্টর / পূর্ব রেলওয়ে
৮) শ্রী সুকান্ত সিং, সাব-ইন্সপেক্টর / জেজেআর আরপিএপ অ্যাকাডেমি, লক্ষ্মৌ
৯) শ্রী ওমপ্রকাশ ডাগর, সাব-ইন্সপেক্টর / পশ্চিম রেলে
১০) শ্রী কে. এম. সুনীল কুমার, সাব-ইন্সপেক্টর / দক্ষিণ রেল
১১) শ্রী সুপ্রিয় ঠাকুর, সাব ইন্সপেক্টর / পূর্ব রেল
১২) শ্রী মস্তান ভালি শেখ, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর / দক্ষিণ মধ্য রেল
১৩) শ্রী আদিত্য প্রকাশ সিং, অ্যাসিস্ট্য়ান্ট সাব-ইন্সপেক্টর / উত্তর পূর্ব রেল
১৪) শ্রী কুনাল কর পুরকায়স্ত, হেড কনস্টেবল, পূর্ব রেলওয়ে
১৫) শ্রী কৈলাস চন্দ্র যোশী, রাঁধুনি / উত্তর রেলওয়ে
CG/CB/SFS
(रिलीज़ आईडी: 1792714)
आगंतुक पटल : 219