বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
বৈদ্যুতিন সামগ্রীর উৎপাদন সংক্রান্ত ভিশন ডকুমেন্টের দ্বিতীয় পর্ব প্রকাশ করেছে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক
प्रविष्टि तिथि:
24 JAN 2022 5:02PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৪ই জানুয়ারী, ২০২২
বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক, আইসিইএ –এর সহায়তায় বৈদ্যুতিন ক্ষেত্রের উপর ৫ বছরের পরিকল্পনা সম্বলিত একটি ভিশন ডকুমেন্ট প্রকাশ করেছে। ২০২৬ এর মধ্যে বৈদ্যুতিন সামগ্রী উৎপাদন ও রপ্তানিতে ৩০ হাজার কোটি মার্কিন ডলারের লক্ষ্য মাত্রায় কিভাবে পৌঁছনো যাবে, সেবিষয়ে এখানে পরিকল্পনা করা হয়েছে। এর আগে প্রথম পর্ব ২০২১ এর নভেম্বরে প্রকাশিত হয়। সেই পর্বের বিষয় ছিল আন্তর্জাতিক মূল্য শৃঙ্খলে বৈদ্যুতিন সামগ্রীর রপ্তানি ও অংশীদারিত্বে ভারতের ক্রমবর্ধমান প্রভাব।
এই প্রতিবেদনে বিভিন্ন পণ্যের উৎপাদনের বিষয়ে একটি পূর্বাভাস দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুসারে ভারতের বৈদ্যুতিন সামগ্রীর উৎপাদনের পরিমাণ বর্তমান ৭৫০০ কোটি মার্কিন ডলারের থেকে বৃদ্ধি পেয়ে ৩০ হাজার কোটি মার্কিন ডলারে পৌঁছাবে। কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব এই সংকলনটি প্রকাশের জন্য মন্ত্রকের সকলকে অভিনন্দন জানিয়েছেন। মন্ত্রী জানান, পরিকল্পনা অনুসারে টেলি যোগাযোগ দপ্তর মোবাইল ফোন উৎপাদন করবে না। দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী রাজীব চন্দ্রশেখর জানান, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে যে বিবৃতি দিয়েছেন, তার সঙ্গে সাযুজ্য রেখে চলার জন্য এই সংকলনটি সাহায্য করবে। ভারতে একাধিক নিয়ন্ত্রক সংস্থার কারণে বৈদ্যুতিন সামগ্রীর উৎপাদন যে ব্যহত হচ্ছে প্রতিবেদনে তারও উল্লেখ রয়েছে। এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার ফলে ৩০ হাজার কোটি মার্কিন ডলারের সমতুল পরিমাণ বৈদ্যুতিন সামগ্রী উৎপাদনে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল, তা দূর হবে।
CG/CB/SFS
(रिलीज़ आईडी: 1792483)
आगंतुक पटल : 299