প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী বলেছেন, ইন্ডিয়া গেটে নেতাজী সুভাষ চন্দ্র বসুর একটি বিশালাকার মূর্তি প্রতিষ্ঠা করা হবে

Posted On: 21 JAN 2022 3:00PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২১ জানুয়ারি,  ২০২২
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে ইন্ডিয়া গেটে নেতাজী সুভাষ চন্দ্র বসুর একটি বিশালাকার মূর্তি প্রতিষ্ঠা করা হবে । নেতাজী সুভাষ চন্দ্র বসুর এই বিশালাকার মূর্তির কাজ  সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সেখানে  হলোগ্রাম মূর্তি থাকবে।২৩-শে জানুয়ারি নেতাজীর জন্মবার্ষিকীতে এই হলোগ্রাম মূর্তির উন্মোচন করা হবে । 
 
একাধিক ট্যুইটবার্তায় প্রধানমন্ত্রী জানান; “এমন এক সময় যখন সমগ্র দেশ নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫-তম জন্মবার্ষিকী উদযাপন করছে, তখন আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গ্রানাইড দিয়ে তৈরি তাঁর বিশাল মূর্তিটি ইন্ডিয়া গেটে প্রতিষ্ঠা করা হবে । ভারতবাসী তাঁর প্রতি যে ঋণী এই মূর্তি তারই প্রতীক।
 
নেতাজী সুভাষ চন্দ্র বসুর বিশাল মূর্তি নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত তার একটি হলোগ্রাম মূর্তি ওই একই জায়গায় থাকবে । ২৩-শে জানুয়ারি নেতাজীর জন্মবার্ষিকীতে আমি এই হলোগ্রাম মূর্তির উন্মোচন করব ।”
 
 
CG/SS/RAB

(Release ID: 1791651) Visitor Counter : 168