সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক

শ্রী নীতিন গড়করি দেশের পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে সহযোগিতার আহ্বান জানিয়েছেন

Posted On: 18 JAN 2022 11:23AM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৮ জানুয়ারি, ২০২২

                       

কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে দেশের পরিকাঠামোর উন্নয়নে আরও সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পরিকাঠামোর উন্নয়ন নিশ্চিত হলে দেশে ৫ লক্ষ কোটি মার্কিন ডলারের সমতুল অর্থনীতি গড়ে তোলা সম্ভব হবে।

দক্ষিণাঞ্চলের জন্য পিএম-গতিশক্তির ওপর আয়োজিত সম্মেলনের উদ্বোধন করে সোমবার ১৭ই জানুয়ারি মন্ত্রী বলেন, রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সহযোগিতা ও যোগাযোগ আরও বাড়াতে হবে। এই কর্মসূচিকে সফল করে তোলার জন্য তিনি রাজ্যগুলির থেকে পরামর্শ আহ্বান করেছেন।  

কর্ণাটকের মুখ্যমন্ত্রী শ্রী বি এস বোম্মাই বলেন, বড় বড় প্রকল্পগুলির জন্য কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে সহযোগিতা বাড়ানোর এটিই সময়। বিনিয়োগ বাড়াতে তিনি অর্থ দপ্তরের নিয়োগ সরল করা এবং বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে দ্রুত ছাড়পত্র দেওয়ার জন্য কেন্দ্রের উদ্দেশে আহ্বান জানিয়েছেন। পুদুচেরীর উপ-রাজ্যপাল ডাঃ শ্রীমতী তামিলিসাই সৌন্দরারাজন বলেছেন, পণ্য ও যাত্রী পরিবহণের জন্য বহুস্তরীয় যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। পুদুচেরীর মুখ্যমন্ত্রী শ্রী এন রঙ্গস্বামী যানজট কমাতে উড়ালপুলের গুরুত্বের কথা উল্লেখ করেন। এছাড়াও পুদুচেরীতে হেলিপ্যাড সার্ভিস ও বিমান বন্দরের মানোন্নয়নের কথাও তিনি উল্লেখ করেন। সড়ক পরিবহন ও মহাসড়ক এবং অসামরিক বিমান চলাচল মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ ভি কে সিং বলেন, পি এম গতিশক্তির মাধ্যমে দেশে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।  

অন্ধ্রপ্রদেশের শিল্প, বাণিজ্য ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী এম গৌতম রেড্ডি জানান, দেশের মধ্যে অন্ধ্রপ্রদেশ সমুদ্রতটের দৈর্ঘের নিরিখে দ্বিতীয়। তিনি ভারতের অর্থনীতির প্রসারের জন্য সমুদ্রতটের গুরুত্বের কথা উল্লেখ করেন। কেরালার পূর্ত ও পর্যটন মন্ত্রী শ্রী পি এ মহাম্মদ রিয়াস বলেন, যেকোন দেশের অর্থনীতির বিকাশের জন্য বৃহৎ ও গতিশীল পরিকাঠামোর প্রয়োজন। তেলেঙ্গানার নগরোন্নয়ন, শিল্প-বাণিজ্য ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী কে টি রামারাও জানান, জাতীয় সড়ক প্রকল্পে তাঁর রাজ্য কেন্দ্রের থেকে যথেষ্ট সহযোগিতা পেলেও তেলেঙ্গানার রেল পরিকাঠামোর আরো উন্নতির প্রয়োজন।

মন্ত্রকের সচিব শ্রী গিরিধর আর্মানে তাঁর স্বাগত ভাষণে রাজ্যস্তরে সহযোগিতার বাড়ানোর জন্য প্রাতিষ্ঠানিক পরিকাঠামো গড়ে তোলার কথা বলেন। সম্মেলনে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, লাক্ষ্মাদ্বীপ, মহারাষ্ট্র, পুদুচেরী, তামিলনাড়ু ও তেলেঙ্গানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পি এম গতিশক্তির বাস্তবায়নে প্রয়োজনীয় পরিকল্পনা শীর্ষক একটি আলোচনা চক্রে বিভিন্ন রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা জাতীয় সড়ক সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেন। সম্মেলনে একটি প্রযুক্তি সংক্রান্ত অধিবেশনেরও আয়োজন করা হয়।  

 

CG/CB /NS



(Release ID: 1790760) Visitor Counter : 125