মানবসম্পদবিকাশমন্ত্রক
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মেধা সম্পত্তি অধিকারের ওপর কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির জন্য অনলাইন কর্মশালার আয়োজন করেছে
प्रविष्टि तिथि:
17 JAN 2022 7:07PM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৭ জানুয়ারি, ২০২২
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মেধা সম্পত্তি অধিকারের ওপর কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির জন্য অনলাইন কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় স্বাগত ভাষণে ইউজিসি-র সচিব অধ্যাপক রজনীশ জৈন মেধা সম্পত্তি অধিকারের গুরুত্বের কথা তুলে ধরেন। ভারতকে জ্ঞানের ভান্ডার হিসেবে গড়ে তুলতে এর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সচিব বলেন, আজকের আলোচনায় সংশ্লিষ্ট সকলে লাভবান হবেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা দপ্তরের যুগ্ম সচিব শ্রীমতি নীতা প্রসাদ বলেছেন, উদ্ভাবন, গবেষণা ও সৃজনশীলতার ক্ষেত্রে মেধা সম্পত্তি অধিকারের বিষয়ে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এই প্রসঙ্গে ২০২০র অক্টোবরে কেন্দ্রের কোপিলা কর্মসূচির কথা উল্লেখ করেন। এর মাধ্যমে মেধা সম্পত্তি অধিকারের বিষয়ে মানুষকে সচেতন করে তোলার উদ্যোগ নেওয়া হয়।
শিল্প ও বাণিজ্য মন্ত্রকের শিল্প উৎসাহ ও অভ্যন্তরীণ বাণিজ্য দপ্তরের যুগ্ম সচিব শ্রী রাজেন্দ্র রত্ন বলেন, শিল্প ও বাণিজ্য দু’য়েরই উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্ব রয়েছে। যৌথভাবে আমাদের সকলকে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করতে হবে। পেটেন্ট ও ডিজাইনের অ্যাসিসটেন্ট কন্ট্রোলার ডঃ উষা রাও মেধা সম্পত্তি অধিকারের বিষয়ে একটি সার্বিক চিত্র তুলে ধরেন। ইউজিসি-র অতিরিক্ত সচিব ডঃ সুরেন্দর সিং সংশ্লিষ্ট সকলকে এই সম্মেলনে যোগদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন। অনলাইনে আয়োজিত এই সম্মেলনে মেধা সম্পত্তি অধিকারের বিভিন্ন বিষয়ের কথা আলোচিত হয়েছে।
CG/CB/NS
(रिलीज़ आईडी: 1790612)
आगंतुक पटल : 144