স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ডাক্তার মনসুখ মান্ডভিয়া আজ ভারতের জাতীয় করোনা টিকাদান কর্মসূচির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে করোনা টিকাকরণের স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন

Posted On: 16 JAN 2022 5:53PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৬ জানুয়ারি, ২০২২
 
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া করোনা টিকাকরন অভিযানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজ একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ডঃ ভারতী প্রভীন পাওয়ার এবং যোগাযোগ প্রতিমন্ত্রী শ্রী দেব সিং চৌহান।
 
স্মারক ডাকটিকিটের ছবিতে দেখা যাচ্ছে যে একজন মহিলা নাগরিককে এক স্বাস্থ্যসেবা কর্মী করোনা প্রতিষেধক টিকা দিচ্ছেন। পাশে কোভ্যাক্সিনের শিশির ছবিও রয়েছে। এই স্মারক ডাকটিকিটটি করোনা জনিত অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে আমাদের প্রথম সারির স্বাস্থ্য সেবা কর্মী এবং বিজ্ঞানীদের মাধ্যমে জনগণকে রক্ষা করার জন্য অসাধারণ কাজের একটা ইঙ্গিত বহন করে।
 
স্মারক ডাকটিকিট প্রকাশ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানান, "আজকের দিনটি আমাদের জন্য একটি ঐতিহাসিক উপলক্ষ কেননা, বিশ্বের বৃহত্তম করোনা প্রতিশেধক টিকাদান কর্মসূচির এক বছর পূর্ণ হওয়ার পর স্মারক ডাকটিকিট প্রকাশ করা হচ্ছে। যে টিকাদান কর্মসূচির সূচনা করা হয়েছিল ২০২১ সালের ১৬ জানুয়ারি। এই এক বছরের মধ্যে আমরা ১৫৬ কোটিরও বেশি মানুষকে করোনা প্রতিষেধক টিকা দিতে পেরেছি। আমাদের এই টিকাদান অভিযান সারা বিশ্বের মধ্যে একটি রোল মডেল হয়ে রয়েছে। সংশ্লিষ্ট সকলের নিরলস পরিশ্রমের জন্য ভারত এই কৃতিত্ব অর্জন করতে পেরেছে। এজন্য সকলকে ধন্যবাদ।"
 
করোনার বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ে সমস্ত স্টেকহোল্ডারদের উল্লেখযোগ্য প্রচেষ্টার কথা তুলে ধরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন," কোভিড অতিমারির মোকাবিলায় আমাদের প্রচেষ্টায় সমগ্র বিশ্ব বিস্মিত। বিপুল পরিমাণে জনসংখ্যা থাকা সত্ত্বেও আমরা টিকাকরণ অভিযানে সফল হয়েছি। 
 
কেন্দ্রীয় মন্ত্রী আরও উল্লেখ করেন যে, ভারতের টিকা করণ অভিযান অতুলনীয় যাত্রার একটি কাহিনী। এটি ভারতীয় মডেল এবং আমাদের দেশের অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করে যা মাননীয় প্রধানমন্ত্রীর অদম্য দৃঢ় প্রত্যয় দ্বারা পরিচালিত হয়।
 
 
CG/ SB

(Release ID: 1790394) Visitor Counter : 248