ক্ষুদ্র, অতিক্ষুদ্রওমাঝারিশিল্পমন্ত্রক
প্রধানমন্ত্রী পুদুচেরিতে এমএসএমই প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন করেছেন
Posted On:
12 JAN 2022 5:12PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ জানুয়ারি, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতীয় যুব দিবস উপলক্ষে পুদুচেরিতে এমএসএমই মন্ত্রকের প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন করেছেন। ১০ একর জমি জুড়ে ১২২ কোটি টাকা ব্যায়ে আন্তর্জাতিক মানের এই প্রযুক্তি কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এখানে ২০ হাজার যুবক-যুবতী প্রশিক্ষণ পাবেন। এছাড়াও এই কেন্দ্র থেকে ২ হাজার অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সংস্থা এবং ২০০টি নতুন শিল্পোদ্যোগ সংস্থাকে সব ধরণের সহায়তা দেওয়া হবে। এর ফলে সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনীতির বিকাশ হবে। প্রধানমন্ত্রী এই কেন্দ্রটি উদ্বোধন করার ফলে এই অঞ্চলের যুবক-যুবতীদের শিল্প স্থাপনার মানসিকতা গড়ে উঠবে এবং তাদের দক্ষতা বৃদ্ধি পাবে।
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর, শ্রী নারায়ণ রাণে, শ্রী ভানুপ্রতাপ সিং ভার্মা ও শ্রী নিশীথ প্রামাণিক এবং পুদুচেরীর উপ-রাজ্যপাল ডঃ তামিলিসাই সৌন্দরাজন, মুখ্যমন্ত্রী শ্রী এন রঙ্গস্বামী, পুদুচেরীর মন্ত্রিসভার সদস্যরা ও সাংসদরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
টেকনোলজি সেন্টার সিস্টেমস কর্মসূচির আওতায় দেশজুড়ে প্রযুক্তি কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। এর ফলে, মানবসম্পদের উন্নয়ন এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহ গড়ে উঠবে। অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রক সমন্বিত উন্নয়ন ও স্থিতিশীল কর্মসংস্থান গড়ে তোলার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে, এর সাহায্যে প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত অভিযানের বাস্তবায়ন নিশ্চিত হবে।
CG/CB/SKD/
(Release ID: 1789621)
Visitor Counter : 153