পরিবেশওঅরণ্যমন্ত্রক
শ্রী ভূপেন্দ্র যাদব এবং মিঃ জন কেরির মধ্যে টেলিফোনে বার্তালাপ
Posted On:
11 JAN 2022 12:17AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ জানুয়ারি, ২০২২
কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশ সংক্রান্ত বিষয়ক রাষ্ট্রদূত মিঃ জন কেরির মধ্যে সোমবার ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় টেলিফোনে কথা হয়েছে।
বার্তালাপের সময় তাঁরা কপ-২৬ এর বৈঠকে জলবায়ু পরিবর্তন রোধে ভারতের ঘোষিত লক্ষ্য সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। উভয় নেতাই জলবায়ু পরিবর্তন রোধের লক্ষ্য, আর্থিক যোগান, পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন – এই চারটি স্তম্ভের উপর গঠিত ‘ভারত-মার্কিন জলবায়ু পরিবর্তন রোধে কার্যকরি পদক্ষেপ ও আর্থিক যোগান সংক্রান্ত বার্তালাপ’ শীর্ষক বিষয় নিয়ে আলোচনা করেছেন।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গ্লাসগোয় ‘পরিবেশের জন্য জীবনযাত্রা’ শীর্ষক বিষয়ের উপর যে প্রচারাভিযানের কথা তুলে ধরেছিলেন, তার গুরুত্ব ও প্রয়োজনীয়তার উপর জোর দেন শ্রী যাদব। উভয় নেতাই আসন্ন মেজর ইকনোমিক ফোরাম (এমইএফ)-এর বৈঠক নিয়েও আলোচনা করেছেন।
CG/SS/SB
(Release ID: 1789101)
Visitor Counter : 151