রেলমন্ত্রক
উত্তর পূর্ব রেলের ৭৫ শতাংশের বেশি রুট বৈদ্যুতিকিকরণ হয়েছে; ২০২২-এর মধ্যে ১০০ শতাংশ বৈদ্যুতিকিকরণের লক্ষ্য
Posted On:
04 JAN 2022 1:02PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৪ জানুয়ারি, ২০২২
উত্তর পূর্ব রেল মূলত যাত্রী পরিবহণ কেন্দ্রিক মাধ্যম। এই রেল ২০২১-এ নিরাপদ, সুরক্ষিত, দ্রুত, স্বাচ্ছন্দ্যদায়ক ও নির্ভরযোগ্য পরিষেবা দিয়েছে।
উত্তর পূর্ব রেল ২০২১-এ একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের কাজ শেষ করেছে। এর মধ্যে রয়েছে গেজ রূপান্তরণ, ডবল লাইন পাতা, ৪০৬ কিলোমিটার দীর্ঘ রুট বৈদ্যুতিকিকরণ এবং রেল ওভারব্রিজ গড়ে তোলা।
যাত্রী স্বাচ্ছন্দ্যেও এই রেল ১০টি স্টেশনে ২৪টি চলমান সিঁড়ি বসিয়েছে, আটটি স্টেশনে ২২টি লিফট চালু করেছে, ৪৭টি স্টেশনকে আদর্শ স্টেশন হিসেবে গড়ে তোলা হয়েছে এবং ২৯৫টি স্টেশনে ওয়াইফাই পরিষেবা চালু করা হয়েছে।
উত্তর পূর্ব রেল সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। এই লক্ষ্যে ৭৫টি লেভেল ক্রসিং তুলে দেওয়া হয়েছে। প্রয়োজনে রেল ওভারব্রিজ তৈরি হয়েছে অথবা রেল লাইন ভিন্ন পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ৭৮ কিলোমিটার দীর্ঘ ট্র্যাক বা লাইন নতুন করে বসানো হয়েছে। এছাড়াও ১৯২ কিলোমিটার লাইন পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখা হয়েছে।
উত্তর পূর্ব রেল ২০২০-র তুলনায় ২০২১-এ প্রায় ৬০ শতাংশ বেশি পণ্য পরিবহণ করেছে। পণ্য পরিবহণ বাড়াতে ২৬টি গুড শেড তৈরি করা হয়েছে। এছাড়াও পণ্যবাহী ট্রেনগুলির গড় গতিবেগ বাড়িয়ে ঘন্টায় ৫০ কিলোমিটারের বেশি করা হয়েছে। এই রেলে দুটি গুরুত্বপূর্ণ অটোমোবাইল হ্যান্ডলিং টার্মিনাল গড়ে তোলা হয়েছে। বিভিন্ন স্টেশনে ৭৭টি রেক অটোমোবাইল পরিবহণের কাজে ব্যবহার করা হয়েছে।
খরচ কমাতে উত্তর পূর্ব রেল চলমান ট্রেনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সরকারি ই-মার্কেট পোর্টালের মাধ্যমে ঠিকাদার নিযুক্ত করেছে। এখনও পর্যন্ত এধরণের ১০টি ঠিকাদার চূড়ান্ত হয়েছে। এর ফলে, খরচ প্রায় ৪০ শতাংশ কমেছে। রেলকর্মীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হয়েছে, যাতে রক্ষণাবেক্ষণের কাজ রেলের কর্মীরাই করতে পারেন। আগে রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঠিকাদারদের নিযুক্ত করা হত। এই রেলের জোন ও ডিভিশন হাসপাতালগুলিতে নিজস্ব অক্সিজেন উৎপাদন প্ল্যান্ট বসানো হয়েছে। এর ফলে, চিকিৎসার জন্য ব্যবহৃত অক্সিজেন সংগ্রহ বাবাদ খরচ প্রায় ৭০ শতাংশ কমেছে। এধরণের একাধিক পদক্ষেপ গ্রহণের ফলে উত্তর রেলের ২০ কোটি টাকা সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে।
উত্তর পূর্ব রেল শক্তি সংরক্ষণে ৭৫ শতাংশের বেশি রুট বৈদ্যুতিকিকরণ করেছে। আগামী বছরের শেষ নাগাদ বাকি রুটে বৈদ্যুতিকিকরণের কাজ শেষ হবে বলে মনে হচ্ছে। অধিকাংশ রুট বৈদ্যুতিকিকরণ হওয়ায় ডিজেলের খরচ কমেছে এবং ৩৬১ কোটি টাকা সাশ্রয় হয়েছে। ৩১ জোড়া ট্রেন যেগুলি উত্তর পূর্ব রেলের বিভিন্ন স্টেশন থেকে যাত্রা শুরু করতো বা যাত্রা শেষ হত সেই সমস্ত ট্রেনগুলিকে এইচওজি ব্যবস্থায় নিয়ে আসা হয়েছে। উত্তর পূর্ব রেল শক্তি সাশ্রয়ের ক্ষেত্রে ২০২১-এ মর্যাদাপূর্ণ জাতীয় পুরস্কার পেয়েছে। এছাড়াও এই রেলের চারটি স্টেশনে জল পরিশোধন প্ল্যান্ট চালু হয়েছে। এগুলির দৈনিক পরিশোধন ক্ষমতা ৭০০ কিলোলিটার।
গ্রাহক সন্তুষ্টি -
রেল মদত ব্যবস্থায় অভিযোগ নিষ্পত্তির সময় গত বছর ৩ ঘন্টা ৬ মিনিট থেকে কমে ২০২১-এ ১৩ মিনিট হয়েছে। সমগ্র ভারতীয় রেল ব্যবস্থায় অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে এটাই সব থেকে দ্রুততম। অভিযোগ নিষ্পত্তির সময় হ্রাস পাওয়ায় গ্রাহক সন্তুষ্টির ক্ষেত্রে রেটিং বা ক্রমতালিকায় উত্তর পূর্ব রেলের অবস্থানের অগ্রগতি হয়েছে। রেল মদত ব্যবস্থায় এই রেল অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে সেরা সাফল্য দেখিয়ে সব থেকে বেশি নম্বর পেয়েছে।
CG/BD/AS/
(Release ID: 1787432)
Visitor Counter : 153