মানবসম্পদবিকাশমন্ত্রক
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী এনইএটি ৩.০ এবং আঞ্চলিক ভাষায় এআইসিটিই-এর নির্ধারিত প্রযুক্তিগত বইয়ের সূচনা করেছেন
Posted On:
03 JAN 2022 5:21PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৩ জানুয়ারি, ২০২২
কেন্দ্রীয় শিক্ষা ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান ন্যাশনাল এডুকেশনাল অ্যালায়েন্স ফর টেকনোলজি (এনইএটি) ৩.০ –এর সূচনা করেছেন। এটি একটি একক প্ল্যাটফর্ম, যা দেশের সর্বোত্তম উন্নত প্রযুক্তি নির্ভর শিক্ষা ক্ষেত্রে সমাধান ও পাঠক্রমের বিষয় তুলে ধরেছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী আঞ্চলিক ভাষায় সর্বভারতীয় কারিগরি শিক্ষা পর্ষদ (এআইসিটিই)-এর নির্ধারিত প্রযুক্তিগত বইয়েরও সূচনা করেছেন।
অনুষ্ঠানের ভাষণে শ্রী প্রধান জানান, এনইএটি আগামী দিনে ডিজিটাল অভিযানে বিশেষ করে আর্থিকভাবে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে এবং ভারত ও বিশ্বের জ্ঞান-ভিত্তিক প্রয়োজনীয়তা পূরণে একটি গেম-চেঞ্জার হয়ে উঠতে চলেছে। তিনি বলেন, বিশ্বমানের ৫৮টি এবং ভারতীয় স্টার্টআপ শিক্ষা ভিত্তিক প্রযুক্তি সংস্থা এনইএটি-র সঙ্গে যুক্ত রয়েছে। কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশের যুবদের ভবিষ্যৎ প্রস্তুত করে তুলতে দক্ষতা উন্নয়নের পাশাপাশি এনইএটি-এর পাঠক্রমগুলিকে সাজিয়ে তোলার জন্য এআইসিটি-কে উৎসাহিত করেন কেন্দ্রীয় মন্ত্রী। শ্রী প্রধান বিশ্বব্যাপী শিক্ষা ভিত্তিক প্রযুক্তি সংস্থা এবং ভারতীয় স্টার্টআপদের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষাকে সহজলভ্য ও সাশ্রয়ী করে তোলার জন্য প্রযুক্তিকে কাজে লাগানো প্রয়োজন। ১২ লক্ষেরও বেশি সামাজিক ও আর্থিকভাবে সুবিধাবঞ্চিত শিক্ষার্থী এনইএটি ৩.০ –এর আওতায় ২৫৩ কোটি টাকারও বেশি মূল্যের শিক্ষা নির্ভর প্রযুক্তি পাঠক্রমের সুযোগ পেয়েছেন বলে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি জানান, নতুন বছরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে শিক্ষার্থীদের এটি সবচেয়ে বড় উপহার। শ্রী প্রধান আরও জানান যে, ভারত ২১ শতকে বিশ্ব অর্থনীতিতে নেতৃ্ত্ব দেবে। আঞ্চলিক ভাষায় প্রযুক্তিগত বইয়ের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান যে, এই বৈচিত্র্যময় ভাষাগুলি দেশের শক্তি এবং একটি উদ্ভাবনীমূলক সমাজ গঠনের মূল চাবিকাঠি।
CG/SS/SKD/
(Release ID: 1787299)
Visitor Counter : 215