মানবসম্পদবিকাশমন্ত্রক
শ্রী ধর্মেন্দ্র প্রধান আগামীকাল বই পড়ার অভ্যাস অভিযান “পড়ে ভারত”–এর সূচনা করবেন
प्रविष्टि तिथि:
31 DEC 2021 2:50PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩১ই ডিসেম্বর, ২০২১
কেন্দ্রীয় শিক্ষা ও দক্ষতা বিকাশ মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান আগামীকাল ২০২২-এরপয়লা জানুয়ারী বই পড়ার অভ্যাস সংক্রান্ত অভিযান ‘পড়ে ভারত’ –এর সূচনা করবেন। ১০০ দিন ব্যাপী এই অভিযানে ছাত্রছাত্রীদের মধ্যে সৃজনশীলতা, জটিল বিষয়ে সমাধানের জন্য ভাবনা – চিন্তা করা, শব্দ ভান্ডার বাড়ানো এবং লেখা ও বলার মাধ্যমে কোনো কিছু প্রকাশ করার ক্ষমতা গড়ে তোলাই এই কর্মসূচির উদ্দেশ্য। এর মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে শেখার আগ্রহ বাড়বে।
পয়লা জানুয়ারী থেকে ১০ই এপ্রিল – ১৪ সপ্তাহ ধরে নার্সারি থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই কর্মসূচিতে সামিল হবে। জাতীয় ও রাজ্য স্তরে সকলকে অর্থাৎ ছাত্রছাত্রী, শিক্ষক – শিক্ষিকা, বাবা – মা, শিক্ষা ক্ষেত্রে যুক্ত প্রশাসকরা ౼সকলেই এই কর্মসূচিতে যুক্ত হবেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের কয়েকটি দলে ভাগ করা হবে। প্রত্যেক সপ্তাহে এক একটি দলকে নির্দিষ্ট কিছু বিষয় দেওয়া হবে। এই বিষয়গুলি দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পৃক্ত। এর মাধ্যমে বই পড়তে ছাত্রছাত্রীদের মধ্যে যাতে আগ্রহের সৃষ্টি হয় এবং তারা বই পড়ে যাতে আনন্দ পায়, সেটিই এই কর্মসূচীর মুল লক্ষ্য।
এই কর্মসূচি বাস্তবায়নে প্রতি সপ্তাহের আলাদা আলাদাভাবে ছাত্রছাত্রীদের দিয়ে কোন কিছু করানোর পরিকল্পনা করা হয়েছে।এর আগে বিষয়গুলি নিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে আলোচনা করা হয়েছে। পুরো পদ্ধতিতে শিক্ষক – শিক্ষিকা, বাবা – মা, সহপাঠী, ভাই – বোন বা পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতায় ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ কাজটি তাদের করতে হবে। অত্যন্ত সহজ সরলভাবে পুরো কর্মসূচিটি যাতে বাস্তবায়িত করা যায়, তার জন্য বিভিন্ন পরিকল্পনা করা হয়েছে। যদি বিদ্যালয় বন্ধ থাকে, তাহলে যাতে বাড়িতে বসেই বাবা – মা, সহপাঠী ও ভাই – বোনেদের সাহায্যে হাতের কাছে থাকা বিভিন্ন সরঞ্জাম দিয়ে ছাত্রছাত্রীরা তাদের কাজগুলি করতে পারে, সেদিকে নজর রাখা হয়েছে।
CG/CB/SFS
(रिलीज़ आईडी: 1786615)
आगंतुक पटल : 206