প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী দোসরা জানুয়ারি মীরাট সফর করবেন


প্রধানমন্ত্রী সেখানে মেজর ধ্যান চাঁদ ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করবেন, নির্মাণ খাতে খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা

দেশের প্রতিটি প্রান্তে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর দূরদৃষ্টির সঙ্গে সাযুজ্য রেখে এই বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে

মীরাটের এই বিশ্ববিদ্যালয় যাবতীয় সর্বাধুনিক ক্রীড়া পরিকাঠামোতে সুসজ্জিত হবে

प्रविष्टि तिथि: 31 DEC 2021 11:11AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী দোসরা জানুয়ারি মীরাট সফরে গিয়ে সেখানে বেলা ১টা নাগাদ মেজর ধ্যান চাঁদ ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করবেন। মীরাটের সার্ধানা শহরের কাছে সালওয়া ও কাইলি গ্রামে এই বিশ্ববিদ্যালয়টি গড়ে তোলা হবে। এর নির্মাণ খাতে খরচ ধরা হয়েছে প্রায় ৭০০ কোটি টাকা। দেশের প্রতিটি প্রান্তে ক্রীড়া সংস্কৃতি ও বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার উপর প্রধানমন্ত্রী অগ্রাধিকার দিয়ে আসছেন। এই লক্ষ্যেই মীরাটে মেজর ধ্যান চাঁদ ক্রীড়া বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হচ্ছে। 

এই ক্রীড়া বিশ্ববিদ্যালয় সিন্থেটিক হকি খেলার মাঠ, ফুটবল মাঠ, বাস্কেট বল/ভলিবল/হ্যান্ডবল/কাবাডি কোর্ট থাকছে। এছাড়াও, লনটেনিস কোর্ট, জিমন্যাসিয়াম হল, সিন্থেটিক রানিং স্টেডিয়াম, স্যুইমিং পুল, মাল্টিপার্পাস হল এবং সাইক্লিং পরিকাঠামো গড়ে তোলা হবে। এই বিশ্ববিদ্যালয়ে শুটিং, স্কোয়াস, জিমন্যাস্টিক, ভারোত্তলন, তীরন্দাজি ও কায়াকিং ক্রীড়া পরিকাঠামো গড়ে উঠবে। পুরুষ (৫৪০ জন) ও মহিলা (৫৪০ জন) ক্রীড়াবিদ মিলিয়ে মোট ১ হাজার ৮০ জন খেলোয়াড় এই বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ নিতে পারবেন। 

 

CG/BD/SB


(रिलीज़ आईडी: 1786585) आगंतुक पटल : 236
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam