স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ তথ্য
प्रविष्टि तिथि:
30 DEC 2021 9:25AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ ডিসেম্বর, ২০২১
দেশ জুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ১৪৩ কোটি ৮৩ লক্ষ টিকা দেওয়া হয়েছে।
দেশে সুস্পষ্টভাবে কোভিড আক্রান্তের সংখ্যা বর্তমানে ৮২ হাজার ৪০২।
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার মোট আক্রান্তের ১ শতাংশের নীচে নেমে বর্তমানে ০.২৪ শতাংশ।
সুস্থতার হার বর্তমানে ৯৮..৩৮ শতাংশ।
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৮৬ জন। এর ফলে, মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ৫৮ হাজার ৭৭৮।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১৩ হাজার ১৫৪ জন।
দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.১০ শতাংশ, যা ৮৭ দিন ২ শতাংশের নীচে।
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৭৬ শতাংশ, যা গত ৪৬ দিন ১ শতাংশের নীচে।
এখনও পর্যন্ত নমুনা পরীক্ষার সংখ্যা ৬৭ কোটি ৬৪ লক্ষ।
পশ্চিমবঙ্গে করোনার নতুন প্রজাতি ওমিক্রমে আক্রান্তের সংখ্যা ১১। চিকিৎসাধীন একজন সুস্থ হয়েছেন। অন্যদিকে, দেশে মোট ওমিক্রণে আক্রান্তের সংখ্যা ৯৬১ এবং সুস্থ হয়েছেন ৩২০ জন।
CG/BD/SB
(रिलीज़ आईडी: 1786304)
आगंतुक पटल : 152