স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ তথ্য

Posted On: 28 DEC 2021 9:17AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর, ২০২১

 

দেশ জুড়ে টিকাকরণ অভিযানে এ পর্যন্ত ১৪২ কোটি ৪৭ লক্ষ টিকা দেওয়া হয়েছে।                    

দেশে সুস্পষ্টভাবে কোভিড আক্রান্তের সংখ্যা বর্তমানে ৭৫ হাজার ৪৫৬।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার মোট আক্রান্তের ১ শতাংশের নীচে নেমে বর্তমানে ০.২২ শতাংশ, যা ২০২০-র মার্চ থেকে সর্বনিম্ন।

সুস্থতার হার বর্তমানে ৯৮.৪০ শতাংশ, যা ২০২০-র মার্চ থেকে সর্বাধিক।

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৫০ জন। এর ফলে, মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ৪৩ হাজার ৯৪৫।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৬ হাজার ৩৫৮ জন।

দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৬১ শতাংশ, যা ৮৫ দিন ২ শতাংশের নীচে।

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৬৪ শতাংশ, যা গত ৪৪ দিন ১ শতাংশের নীচে। 

এখনও পর্যন্ত নমুনা পরীক্ষার সংখ্যা ৬৭ কোটি ৪১ লক্ষ।

পশ্চিমবঙ্গে করোনার নতুন প্রজাতি ওমিক্রমে আক্রান্তের সংখ্যা ৬। চিকিৎসাধীন একজন সুস্থ হয়েছেন। অন্যদিকে, দেশে মোট ওমিক্রণে আক্রান্তের সংখ্যা ৬৫৩ এবং সুস্থ হয়েছেন ১৮৬ জন। 

 

CG/BD/SB



(Release ID: 1785752) Visitor Counter : 133