অসামরিকবিমানপরিবহণমন্ত্রক

এয়ার ইন্ডিয়ার বর্তমান কর্মী এবং ইন্ডিয়ান এয়ারলাইন্সের কর্মীদের গ্র্যাচুইটি ও পিএফ-এর সুবিধা অব্যাহত থাকবে

Posted On: 20 DEC 2021 2:36PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ২০ ডিসেম্বর, ২০২১

 

সরকার কর্মচারীদের স্বার্থ সুরক্ষার বিষয়টিতে অগ্রাধিকার দিয়ে এসেছে। এমনকি গত ২৫ অক্টোবর কৌশলগত অংশীদারদের সঙ্গে শেয়ার ক্রয় চুক্তিতে কর্মচারীদের স্বার্থ সুরক্ষার বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রযোজ্য আইন অনুসারে বিলগ্নিকরণের পর কৌশলগত অংশীদাররাও এয়ার ইন্ডিয়া ও ইন্ডিয়ান এয়ারলাইন্সের কর্মীদের গ্র্যাচুইটি এবং পিএফ বা ভবিষ্যনিধি তহবিলের সুযোগ সুবিধা অব্যাহত রাখবে। এয়ার ইন্ডিয়ার বর্তমান কর্মী এবং ইন্ডিয়ান এয়ারলাইন্সের কর্মীদের অবসরগ্রহণ পরবর্তী সেচ্ছায় পেনশন ফান্ড ট্রাস্টের পরিচালনার জন্য ভারতীয় জীবনবীমা নিগমের সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও, এয়ার ইন্ডিয়ার অবসরপ্রাপ্ত এবং অবসর নিতে চলা কর্মীদের চিকিৎসাগত সুযোগ সুবিধাও সরকার অব্যাহত থাকবে। 

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানান অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল ড. ভি কে সিং।

 

CG/BD/SKD/



(Release ID: 1783570) Visitor Counter : 112