তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় সংস্কৃতির বিষয়ে প্রচারের জন্য আইসিসিআর – এর সঙ্গে প্রসার ভারতীর সমঝোতাপত্র স্বাক্ষর

Posted On: 20 DEC 2021 2:50PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর, ২০২১

 

ভারতীয় সংস্কৃতির বিষয়ে প্রচারের জন্য প্রসার ভারতী এবং সাংস্কৃতিক সম্পর্কের জন্য ভারতীয় পর্ষদ (আইসিসিআর)-এর মধ্যে আজ একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। আইসিসিআর-এর সঙ্গে যুক্ত বিশিষ্ট শিল্পীদের উপস্থাপনা দূরদর্শনের জাতীয় ও আন্তর্জাতিক চ্যানেলে সম্প্রচার করা হবে। সাপ্তাহিক অনুষ্ঠানের ভিত্তিতে ডিডি ন্যাশনাল, ডিডি ইন্ডিয়া, দূরদর্শনের আঞ্চলিক চ্যানেল এবং প্রসার ভারতী নিউজ সার্ভিসেস (প্রসার ভারতীর ডিজিটাল প্ল্যাটফর্ম) – এ নৃত্য ও সঙ্গীত পরিবেশনা প্রদর্শিত হবে। 

এই সমঝোতা স্বাক্ষরের লক্ষ্যই হ’ল জাতীয় ও আন্তর্জাতিক স্তরে দর্শক-শ্রোতাদের কাছে সেরা ভারতীয় সংস্কৃতি তুলে ধরা এবং শিল্পীদের টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্ম প্রদান করা। 

আইসিসিআর – এর সহযোগিতায় দূরদর্শন আইসিসিআর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান/কনসার্ট/সঙ্গীত/নৃত্যের উপস্থাপনা-ভিত্তিক ৫২টি আধ ঘণ্টার পর্ব তৈরি করবে। 

প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক শ্রী শশী শেখর ভেম্পতি, প্রসার ভারতীর (অর্থ) সদস্য শ্রী ডি পি এস নেগি এবং আইসিসিআর ও প্রসার ভারতীর অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে এদিন দূরদর্শনের মহানির্দেশক শ্রী মায়েঙ্ক কুমার আগরওয়াল এবং আইসিসিআর-এর মহানির্দেশক শ্রী দীনেশ পটনায়েক – এর মধ্যে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। ২০২৪ সাল পর্যন্ত তিন বছরের জন্য এই সমঝোতা কার্যকর থাকবে। 

 

CG/SS/SB


(Release ID: 1783567) Visitor Counter : 215