গ্রামোন্নয়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

দীনদয়াল অন্ত্যোদয় জাতীয় গ্রামীণ জীবন জীবিকা মিশন (ডিএওয়াই-এনআরএলএম)-এর আওতায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যদের জন্য ওভারড্রাফ্ট সুবিধা চালু করবে গ্রামোন্নয়ন মন্ত্রক

Posted On: 17 DEC 2021 12:15PM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১৭ ডিসেম্বর, ২০২১

 

আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব শ্রী নগেন্দ্র নাথ সিনহা আগামীকাল (১৮ ডিসেম্বর) দীনদয়াল অন্ত্যোদয় জাতীয় গ্রামীণ জীবন জীবিকা মিশন (ডিএওয়াই-এনআরএলএম)-এর আওতায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যদের জন্য ৫ হাজার টাকার ওভারড্রাফ্ট সুবিধা ব্যবস্থাপনার সূচনা করবেন। অনুষ্ঠানে ‘গ্রামীণ আর্থিক অন্তর্ভুক্তি’ শীর্ষক বিষয়ের ওপর ব্যাঙ্ক এবং বিভিন্ন রাজ্যের একাধিক আধিকারিক বক্তব্য রাখবেন। এদিনের অনুষ্ঠানে ২০২০-২১ সালের মধ্যে ডিএওয়াই-এনআরএলএম –এর আওতায় ব্যাঙ্কগুলিকে পরিষেবা দানভিত্তিক বার্ষিক পুরস্কারও দেওয়া হবে। 

সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং রাজ্য গ্রামীণ জীবন জীবিকা মিশনের সদস্যরা ভার্চুয়াল মাধ্যমে এই উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন। ২০১৯-২০ অর্থ বর্ষে বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গ্রামোন্নয়ন মন্ত্রকের আওতাধীন দীনদয়াল অন্ত্যোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবন জীবিকা মিশনের অন্তর্ভুক্ত সুনির্দিষ্ট স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যদের জন্য ৫ হাজার টাকার ওভারড্রাফ্ট সুবিধা ব্যবস্থাপনা চালু করা হচ্ছে। গ্রামীণ এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্যদের আর্থিক সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ডিএওয়াই-এনআরএলএম –এর আওতায় স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ৫ কোটি মহিলা সদস্য উপকৃত হবেন। 

মুম্বাইয়ের ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের অনুমোদন পাওয়ার পর চলতি বছরের ২৬ নভেম্বর সমস্ত ব্যাঙ্কে এই প্রকল্পটি কার্যকর করার পরামর্শ দেওয়া হয়েছে। এই প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য মন্ত্রক ইতিমধ্যে ব্যাঙ্কগুলির ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছে। রাজ্য গ্রামীণ জীবন জীবিকা মিশন ইতিমধ্যেই চালু করা হয়েছে। গ্রামীণ অঞ্চলের মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা এই সুবিধা পেতে প্রধানমন্ত্রী জনধন যোজনার আওদায় তাদের সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন। 

দীনদলায় অন্ত্যোদয় যোজনা – জাতীয় গ্রামীণ জীবন জীবিকা মিশন (ডিএওয়াই-এনআরএলএম) হলো গ্রামোন্নয়ন মন্ত্রকের একটি জনকল্যাণমুখী কর্মসূচি। এর লক্ষ্য হলো দরিদ্র মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সংগঠিত করার মাধ্যমে গ্রামীণ এলাকায় দারিদ্র দূরীকরণ এবং প্রয়োজনে তাদের ঋণ গ্রহণের ক্ষেত্রে সহায়তা দান। ২০১১ সালে জুন মাসে এই প্রকল্পটির সূচনা হয়। চলতি বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ৭৩.৫ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর আওতায় প্রায় ৮.০৪ কোটি গ্রামীণ মহিলা সদস্যদের সংগঠিত করা হয়েছে। ২০২৪ সালের মধ্যে প্রায় ১০ কোটি মহিলাকে এই স্বনির্ভর গোষ্ঠীর আওতায় সংগঠিত করা হবে বলে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। চলতি আর্থিক বছরে ৩০ নভেম্বর পর্যন্ত ২৭.৩৮ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে ব্যাঙ্কের মাধ্যমে ৬২ হাজার ৮৪৮ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। 

 

CG/SS/SKD/


(Release ID: 1782639) Visitor Counter : 455