স্বরাষ্ট্র মন্ত্রক

ফৌজদারি বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্য ভারত ও পোল্যান্ডের মধ্যে চুক্তিটিকে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

Posted On: 15 DEC 2021 4:07PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৫  ডিসেম্বর, ২০২১

               

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ফৌজদারি বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্য ভারত ও পোল্যান্ডের মধ্যে চুক্তিটিকে অনুমোদন দেওয়া হয়েছে। এরফলে ফৌজদারি মামলা এবং সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত বিভিন্ন অপরাধের তদন্তের কাজে উভয় দেশের মধ্যে দক্ষতা বৃদ্ধি হবে।

সুবিধা :

পারস্পরিক সহযোগিতা ও ফৌজদারি বিভিন্ন বিষয়ে আইনী সাহায্যের মাধ্যমে উভয় দেশে বিভিন্ন অপরাধের তদন্ত ও মামলা গঠনের কাজে এই চুক্তি সহায়ক হবে। তদন্তের সময় দ্বিপাক্ষিক সহযোগিতায় অপরাধের উৎসের সন্ধান, সম্পত্তি বাজেয়াপ্ত করা, অপরাধে ব্যবহৃত সরঞ্জাম এবং সন্ত্রাসমূলক কাজে ব্যবহৃত অর্থের উৎস খুঁজে পেতে সুবিধা হবে।   

চুক্তি স্বাক্ষর সংক্রান্ত  গেজেট বিজ্ঞপ্তি ১৯৭৩ সালের ফৌজদারি বিধি অনুযায়ী প্রকাশিত হবে। এর পরে এই চুক্তি কার্যকর হবে। গেজেট বিজ্ঞপ্তি সাধারণ মানুষ সহজেই দেখতে পাবেন। ফলে ফৌজদারি ক্ষেত্রে পারস্পরিক আইনী সহযোগিতার বিষয়ে সকলে জানতে পারবেন।

পোল্যান্ডে কোনো অপরাধমূলক কাজ হলে সে বিষয়ে প্রয়োজনীয় তথ্য ভারত সহজেই পাবে। এই চুক্তি কার্যকর হলে সংগঠিত অপরাধ এবং সন্ত্রাসবাদীদের কার্যকলাপ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। যার মাধ্যমে  দেশের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থার জন্য আরও সঠিক ও যথাযথ  নীতি তৈরি করা সম্ভব হবে।

 

CG/CB/NS



(Release ID: 1782127) Visitor Counter : 147