সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

বন্দে ভারত-এর চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা ১৯ ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে

চূড়ান্ত পর্বে দেশের চারটি অঞ্চল থেকে ৭৩টি গ্রুপের মাধ্যমে ৯৪৯ জন নিত্যশিল্পী অংশ নেবেন

Posted On: 15 DEC 2021 11:36AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ ডিসেম্বর, ২০২১
 
'বন্দে ভারত- নৃত্য উৎসব'-এর চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে ৭৩ টি গ্রুপের মাধ্যমে ৯৪৯ জন নৃত্যশিল্পী অংশ নেবেন। 'আজাদী কা অমৃত মহোৎসব' উপলক্ষে নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আগামী ১৯ ডিসেম্বর ফাইনাল পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিরক্ষা এবং সংস্কৃতি মন্ত্রকের 'বন্দে ভারত- নৃত্য উৎসব'এর কর্মসূচির কথা ঘোষণা করেছিল। এটি ছিল দেশের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে 'আজাদী কা অমৃত মহোৎসব' এর একটি অঙ্গ।
ভারতের স্বাধীনতার একটি অনন্য উদ্যোগের ওপর ভিত্তি করে সারা দেশ থেকে শীর্ষ স্তরের নৃত্য প্রতিভা নির্বাচন করে এবং তাঁদের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ-২০২২-এ অংশগ্রহণ করানোর উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
গ্র্যান্ড ফিনালেতে নৃত্যশিল্পীরা সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে তাঁদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন। যা কেবল ভারত নয়, সারা বিশ্ব দেখবে।
সারা দেশ থেকে ২০০ টির বেশি গ্রুপের ২,৪০০ জনকে আঞ্চলিক স্তর থেকে নির্বাচিত করা হয়েছিল। এরমধ্যে, ১০৪ টি গ্রুপ তাদের শিল্পকলা প্রদর্শনের সুযোগ পাবে। এই প্রতিযোগিতায় নৃত্যের মধ্যে রয়েছে, শাস্ত্রীয় নৃত্য, লোকনৃত্য, আদিবাসী নৃত্য প্রভৃতি।
প্রতিযোগীদের মধ্য থেকে ৪৮০ জন নৃত্য শিল্পীকে গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। এই নৃত্য শিল্পীরা আগামী ২৬ জানুয়ারি, ২০২২-এ নতুন দিল্লির রাজপথে অনুষ্ঠিত সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিতে পারবেন।
এই বন্দে ভারত প্রতিযোগিতা গত ১৭ নভেম্বর থেকে শুরু হয়েছিল। যেখানে দেশের চারটি অঞ্চল থেকে ৩২৩টি গ্রুপের মাধ্যমে ৩,৮৭০ জন প্রতিযোগী অংশ নিয়েছিল।
 
 
CG/ SB


(Release ID: 1782015) Visitor Counter : 160