স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

দেশজুড়ে ভেন্টিলেটরের প্রাপ্যতার বিষয়ে সর্বশেষ তথ্য

Posted On: 14 DEC 2021 2:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর, ২০২১

 

কোভিড-১৯ চিকিৎসার জন্য দেশের সর্বত্র সংক্রমিতরা যাতে ভেন্টিলেটরের সুবিধা পান সেই উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক কেন্দ্রীয়ভাবে ভেন্টিলেটর সংগ্রহ করেছে। এরপর সেই ভেন্টিলেটর চাহিদা অনুযায়ী বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সরবরাহ করা হয়েছে।

রাজ্যগুলিকে ভেন্টিলেটর সরবরাহ করার পাশাপাশি ১৯ হাজারের বেশী চিকিৎসক এবং প্যারা-মেডিকেল কর্মীকে ভেন্টিলেটর চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভেন্টিলেটরগুলি যাতে সবসময়েই ব্যবহারযোগ্য থাকে তা নিশ্চিত করতে রাজ্যগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও হাসপাতালের পরিকাঠামোর উন্নয়ন, অক্সিজেনের প্রাপ্যতার জন্য গ্যাস পাইপলাইন ব্যবস্থার যথাযথ ব্যবহার এবং প্রশিক্ষিত মানবসম্পদের সাহায্যে ভেন্টিলেটরগুলি ব্যবহার করার জন্য বিশেষভাবে উদ্যোগী হতে বলা হয়েছে।  

বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রের কাছে প্রয়োজন অনুযায়ী নানা সময়ে ভেন্টিলেটর চেয়ে পাঠিয়েছে। সেইমতো পশ্চিমবঙ্গে ১,৪৮০টি, ত্রিপুরায় ৯২টি, আসামে ১,০০০টি এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৪টি ভেন্টিলেটর দেওয়া হয়েছে।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. ভারতী প্রবীণ পাওয়ার।

 

CG/CB/DM/



(Release ID: 1781537) Visitor Counter : 111