নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক
রাষ্ট্রসঙ্ঘের এক ঐতিহাসিক সিদ্ধান্তে আন্তর্জাতিক সৌর জোটকে পর্যবেক্ষকের মর্যাদা দেওয়া হয়েছে।
Posted On:
11 DEC 2021 5:06PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ ডিসেম্বর,২০২১
রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক সৌর জোটকে পর্যবেক্ষকের মর্যাদা দিয়েছে। এটি 'এক সূর্য, এক বিশ্ব, এক গ্রিড'- কে অনুপ্রেরণা দিতে চলেছে। এটি বিশ্বের জন্য একটি ন্যায় সঙ্গত শক্তির সমাধান করতে সাহায্য করবে।
একটি অভিনন্দন মূলক টুইটে কেন্দ্রীয় বিদ্যুৎ এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য জ্বালানি মন্ত্রী শ্রী আর কে সিং বলেছেন, রাষ্ট্র সংঘ কর্তৃক আন্তর্জাতিক সৌর শক্তিকে পর্যবেক্ষকের মর্যাদা দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রীর এক সূর্য, এক বিশ্ব, এক গ্রিড-এর স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি ধাপ হতে চলেছে।
শ্রী সিং এই উপলক্ষে টুইট করেছেন। তিনি বলেছেন যে, এটি সৌরশক্তি স্থাপনের মাধ্যমে ন্যায্য এবং ন্যায় সঙ্গত শক্তি সমাধানের উদ্যোগকে উৎসাহ দেবে।
শ্রী সিং তার টুইটে উল্লেখ করেছেন যে, এটি আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে নেট জিরো কার্বন নির্গমনের লক্ষ্য অর্জনে সাহায্য করবে।
তিনি নিশ্চিত করেছেন যে, ভারত ক্রমশ শক্তির মিশ্রণের ক্ষেত্রে পুনর্নবীকরণ যুক্ত জ্বালানির বিষয় উল্লেখযোগ্য ভাবে অংশ নিয়ে এই মিশনকে সহায়তা করছে।
CG/ SB
(Release ID: 1780580)
Visitor Counter : 222