শিল্পওবাণিজ্যমন্ত্রক

বিশ্ব এখনও উত্তর-পূর্বাঞ্চলের যে বিশাল সম্ভাবনা রয়েছে তা দেখেনি : শ্রী পীযূষ গোয়েল


উত্তর-পূর্বাঞ্চলের বাঁশ এবং অন্যান্য হস্তশিল্প সামগ্রীর বাজার কেবল ভারত থেকে আগত পর্যটকদের মধ্যে নয়, বিশ্বের পর্যটকদের কাছেও এর বাজার রয়েছে: শ্রী গোয়েল

উন্নয়নের প্রতি প্রধানমন্ত্রীর গভীর আবেগ এবং উত্তর-পূর্বাঞ্চলের জনগণের উন্নত ভবিষ্যতের জন্য সেখানে আরও কি করা যেতে পারে তা দেখার বিষয়টি সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীদের পক্ষে হরহবাধ্যতামূলক: শ্রী গোয়েল

শ্রী পীযূষ গোয়েল নতুন দিল্লিতে 'মেঘালয়ান এজ' স্টোরের উদ্বোধন করেছেন

Posted On: 10 DEC 2021 10:57AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ ডিসেম্বর, ২০২১
 
"বিশ্ব এখনও উত্তর-পূর্বাঞ্চলের যে বিশাল সম্ভাবনা রয়েছে তা দেখেনি," বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল। আজ নতুন দিল্লিতে 'মেঘালয়ান এজ' স্টোরের উদ্বোধন করে তিনি একথা বলেন।
কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেন যে, মেঘালয়ের মালবেরি সিল্ক ছাড়াও, শাল, বাঁশ, হস্তশিল্প এবং উত্তর-পূর্বের অন্যান্য অনন্য পণ্যগুলির একটি বিশাল বাজার রয়েছে। যা শুধু ভারত থেকে নয়, সারা বিশ্বের পর্যটকদের জন্য সুবিদিত। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'বিশ্ব হচ্ছে আপনার মঞ্চ'
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উদ্ধৃতি দিয়ে শিব পীযূষ গোয়েল বলেন, "ভারতের উত্তর-পূর্ব এবং পূর্ব অংশগুলি পশ্চিম ও দক্ষিণ ভারতের স্তরে না আসা পর্যন্ত ভারতের কখনোই বিকাশ ঘটতে পারে না"। তিনি বলেন, " তার অন্তর এবং তাঁর প্রতিশ্রুতিতে উত্তর-পূর্বের উন্নয়ন ও জনগণের একটি উন্নত ভবিষ্যতের জন্য গভীর আবেগ রয়েছে"। তাই আমাদের সকল মন্ত্রীদের ক্ষেত্রে আমাদের মনোযোগ কেন্দ্রীভূত করা বাধ্যতামূলক যে, আমরা উত্তর-পূর্বের জন্য আরও কি করতে পারি।
রাজধানী দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত অনন্য এই প্রাইম স্টোরের 'অল্পস্বল্প নকশার':প্রশংসা করে শ্রী গোয়েল এরকম একটি স্টোর স্থাপনের জন্য মূখ্যমন্ত্রী শ্রী কনরাড সাংমার  প্রশংসা করেন। যেখানে স্থানীয় কারিগর ছাড়াও প্রায় ৪৩ হাজার তন্তুজীবীর কর্মসংস্থান হবে। যেখানে মেঘালয়ের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য, শিল্প পণ্য প্রদর্শনর একক জানালা হিসেবে থাকবে।
শ্রী গোয়েল বলেন, 'মেঘালয়ে আমাদের কারিগর, তন্তুজীবী, হস্তশিল্পীরা যে বিস্ময়কর কাজ করছেন তা দেখার পরে আমি কেবল বলতে পারি যে, আমরা যা দেখছি তা হিমশৈলের একটি টিপ মাত্র। এর সম্ভাবনা বিশাল। আপনাদের ক্ষমতা আমি দেখতে পাচ্ছি তার চেয়েও অনেক বড়। আপনারা যে ক্ষমতা প্রদর্শন করেছেন তা অপরিসীম।'
এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রী গোয়েল বলেন, তিনি ছিলেন প্রকৃত কর্মযোগী এবং ভারতকে মহান করার অনুরাগী।
 
 
CG/ SB


(Release ID: 1780223) Visitor Counter : 107