স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে টিকাকরণ অভিযানের অগ্রগতি এবং ওমিক্রন সংক্রমণের তথ্য প্রকাশিত হওয়ার পর জনস্বাস্থ্য বিধি কতটা মেনে চলা হচ্ছে তা নিয়ে কেন্দ্রের পর্যালোচনা বৈঠক

Posted On: 09 DEC 2021 2:08PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৯  ডিসেম্বর, ২০২১

 

        নমুনা পরীক্ষা, সংক্রমিতদের শনাক্তকরণ, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, টিকাকরণ এবং কোভিড সংক্রান্ত যথাযথ আচরণবিধি মেনে চলা౼ এই ৫টি কৌশল অবলম্বন করে কোভিড-১৯এর বিরুদ্ধে দেশজুড়ে লড়াই চলছে। অন্যদিকে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন উদ্বেগের কারণ হয়ে উঠেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব শ্রী রাজেশ ভূষণ ওমিক্রনের ফলে যেকোন পরিস্থিতির মোকাবিলা করা এবং টিকাকরণর অভিযানের বিষয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করেছেন। বৈঠকে আইসিএমআর-এর মহানির্দেশক ডাঃ বলরাম ভার্গভ এবং জৈব প্রযুক্তি দপ্তরের সচিব ডাঃ রাজেশ গোখলে উপস্থিত ছিলেন।

          রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নমুনা পরীক্ষার পরিমাণ বৃদ্ধি করতে পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় যাতে আরটি-পিসিআর পদ্ধতির মাধ্যমে  নমুনা পরীক্ষা করা যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। যেসব জেলায় সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে সেখানকার পরিস্থিতির দিকে বিশেষ করে নজর দিতে বলা হয়েছে এবং ওই জেলাগুলিতে সংক্রমিতদের নমুনা সংগ্রহ করে ইন্ডিয়ান সার্স-কোভ-২ জিনোমিক্স কনসোর্টিয়াম বা ইনসাকোগের গবেষণাগারে জিন বিন্যাসের জন্য পাঠাতে বলা হয়েছে। যেসব অঞ্চলে সংক্রমণ দ্রুতহারে বৃদ্ধি পাচ্ছে সেখানে স্বাস্থ্যকর্মীদের বিশেষ দল পাঠাতে বলা হয়েছে। সংক্রিতদের সংস্পর্শে যারা যারা আসবেন তাদের শনাক্ত করে, নিয়ম অনুযায়ী নমুনা পরীক্ষা করতে বলা হয়েছে। যেসব দেশে সংক্রমণের হার বেশি সেখান থেকে কেউ ভারতে আসলে তাদের বিষয়ে তথ্য এয়ার সুবিধা পোর্টাল থেকে সংগ্রহ করতে পরামর্শ দেওয়া হয়েছে। এই ধরণের আগত যাত্রীদের নমুনা পরীক্ষার পর নেগেটিভ রিপোর্ট আসলেও তাদের ওপর নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন শীত মরশুমের কথা বিবেচনা করে ইনফ্লুয়েঞ্জা এবং শ্বাসকষ্টের মতো সমস্যায় যাঁরা ভুগছেন তাঁদের ওপর নজরদারি বাড়াতে হবে।   

          যদি সংক্রমণের হার বৃদ্ধি পায় তাহলে সংক্রিতরা যাতে যথাযথ চিকিৎসা পান সেটি নিশ্চিত করতে হাসপাতালগুলিকে পরিকাঠামো বাড়াতে হবে। এছাড়াও ইসিআরপি-২ কর্মসূচির আওতায় কেন্দ্রের পাঠানো তহবিলের যথাযথ ব্যবহার  নিশ্চিত করতে বলা হয়েছে। যেসব রাজ্যে তৃণমূল স্তরে এই তহবিলের অর্থ ব্যয় করা হয়নি সেখানে কেন্দ্রীয় তহবিল ব্যবহার করে প্রয়োজনীয় পরিকাঠামো দ্রুত গড়ে তুলবার নির্দেশও বৈঠকে দেওয়া হয়েছে। অনেক জায়গায় ভেন্টিলেটর, পিএসএ প্ল্যান্ট, অক্সিজেন কনসেনট্রেটর সহ বিভিন্ন সরঞ্জাম পাঠানো হলেও সেগুলি ব্যবহার করা হচ্ছেনা। এইসব চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করে রোগীদের প্রয়োজনীয় পরিষেবা দিতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব কোভিড চিকিৎসার জন্য নির্ধারিত ৮টি গুরুত্বপূর্ণ ওষুধের মজুত রাখার জন্য রাজ্যগুলিকে পরামর্শ দিয়েছে।   

          টিকাকরণ অভিযানের ওপর গুরুত্ব আরোপ করে বৈঠকে টিকা অভিযান দ্রুত করার পরামর্শ দেওয়া হয়েছে যাতে যোগ্য নাগরিকরা সকলে টিকা পান। কোথাও টিকা সম্পর্কে গুজব ছড়ানোর খবর এলে তা মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এছাড়াও যারা টিকা নিতে অনীহা দেখাচ্ছেন তাদের সংশয় দূর করার জন্য প্রয়োজনীয় প্রচার চালানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে।   

 

CG/CB/NS


(Release ID: 1780195)