পঞ্চায়েতিরাজমন্ত্রক
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী শ্রী গিরিরাজ সিং পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির মাধ্যমে দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্যে স্থানীয় উদ্দেশ্য পূরণ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন
Posted On:
08 DEC 2021 12:19PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৮ ডিসেম্বর, ২০২১
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী শ্রী গিরিরাজ সিং পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির মাধ্যমে দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্যে স্থানীয় উদ্দেশ্য পূরণ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন। এই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বিভাগীয় প্রতিমন্ত্রী শ্রী কপিল মোরেশ্বর পাটিল উপস্থিত ছিলেন। শ্রী সিং গতকাল এক অনুষ্ঠানে এই প্রতিবেদন প্রকাশ করে গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা, নজরদারি ড্যাশবোর্ড এবং পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির নির্বাচিত সদস্য ও কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণে ট্রেনিং ম্যানেজমেন্ট পোর্টালের সূচনা করেন। ট্রেনিং ম্যানেজমেন্ট পোর্টাল সম্পর্কিত একটি ছোট পুস্তিকাও প্রকাশ করা হয়।
তথ্যমূলক এই প্রতিবেদন প্রকাশের জন্য শ্রী সিং মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটির প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, এই প্রতিবেদন দীর্ঘস্থায়ী-ভিত্তিতে উন্নয়নের উদ্দেশ্যগুলি পূরণে কর্মপরিকল্পনা হিসাবে কাজ করবে। তিনি ২০৩০ সালের মধ্যে দীর্ঘস্থায়ী ভিত্তিতে উন্নয়নের উদ্দেশ্যগুলি পূরণে ভারতের অঙ্গীকারের কথাও উল্লেখ করেন। সার্বিক উন্নয়নের লক্ষ্যে শ্রী সিং পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিকে ব্যাপক বৃক্ষ রোপণ, অপুষ্টির সমস্যা দূরীকরণ, স্বাস্থ্য, শিক্ষা, জীবনযাপনের মানোন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ-সুবিধা গড়ে তোলার মতো বিষয়ে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। গ্রামাঞ্চলে স্বাস্থ্য পরিষেবা প্রদান, পানীয় জল সরবরাহ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রেও পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলির বড় ভূমিকা রয়েছে। তৃণমূল স্তরে আমূল পরিবর্তন নিয়ে আসার লক্ষ্যে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের সব স্তরের কর্মকর্তা ও প্রতিনিধিদের আরও বেশি আন্তরিক হওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শ্রী পাটিল জীবন-জীবিকার সুযোগ বাড়াতে শিল্পোদ্যোগ গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির প্রতি আহ্বান জানান। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্যে স্থানীয় উদ্দেশ্য পূরণ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের প্রশংসা করে শ্রী পাটিল বলেন, এই প্রতিবেদন সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষের কল্যাণে যাবতীয় সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক রূপরেখা হিসাবে কাজ করবে। তিনি আরও বলেন, পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের নির্বাচিত সদস্য ও কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির ফলে গ্রামাঞ্চলের সার্বিক অগ্রগতির পথ আরও সুগম হবে। সেই সঙ্গে, দারিদ্র্য দূর করাও সম্ভব হবে। মন্ত্রকের সচিব শ্রী সুনীল কুমার বলেন, এই প্রতিবেদন আগামী বছরগুলিতে গ্রামাঞ্চলের চালচিত্র পরিবর্তনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। মন্ত্রকের পক্ষ থেকে আজ যে দুটি ড্যাশবোর্ড চালু করা হয়েছে, তার ফলে অন্যান্য মন্ত্রক ও দপ্তরের পাশাপাশি, পঞ্চায়েতি রাজ মন্ত্রকের অংশীদাররাও লাভবান হবেন।
CG/BD/SB
(Release ID: 1779486)
Visitor Counter : 587