পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
উজ্জ্বলা যোজনার সুযোগ-সুবিধা
Posted On:
06 DEC 2021 1:23PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৬ ডিসেম্বর, ২০২১
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলি রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে জানিয়েছেন, চলতি অর্থবর্ষে (এপ্রিল-অক্টোবর পর্যন্ত) প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা-১ কর্মসূচির আওতায় যাঁরা রান্নার গ্যাস সংযোগ পেয়েছেন, তাঁদের ৮৪ শতাংশই পুনরায় রান্নার গ্যাস সিলিন্ডার বুক করেছেন। পরিসংখ্যান দিয়ে তিনি জানান, ২০১৯-২০ অর্থবর্ষে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুফলভোগীরা ১৪.২ কিলোগ্রাম ওজনবিশিষ্ট গড়ে ৩টি সিলিন্ডার ব্যবহার করতেন। এখন ২০২১-২২ অর্থবর্ষে রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহারের সংখ্যা বেড়ে ৪.৩৯টি সিলিন্ডার হয়েছে।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুফলভোগীদের রান্নার গ্যাসের ব্যবহার বাড়াতে উৎসাহ দিতে সরকার একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে – ভর্তুকির অর্থ থেকে ঋণ পুনরুদ্ধারের সময়সীমা পিছিয়ে দেওয়া, অতিরিক্ত খরচ সাশ্রয়ে ১৪.২ কিলোগ্রাম ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের পরিবর্তে ৫ কিলোগ্রাম ওজনের সিলিন্ডার ব্যবহার, ৫ কিলোগ্রাম ওজনের ২টি গ্যাস সিলিন্ডার সংযোগ, স্থায়ীভাবে রান্নার গ্যাসের ব্যবহার বাড়াতে সুফলভোগীদের আরও সচেতন করে তুলতে প্রধানমন্ত্রী এলপিজি পঞ্চায়েত আয়োজন, গণসচেতনতামূলক অভিযান প্রভৃতি। উল্লেখ করা যেতে পারে, গত বছর এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজের আওতায় উজ্জ্বলা যোজনার সুফলভোগীদের বিনামূল্যে ৩টি রান্নার গ্যাসের সিলিন্ডার বুক করার সুবিধা দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, চলতি অর্থবর্ষের পয়লা এপ্রিল থেকে পয়লা ডিসেম্বর পর্যন্ত উজ্জ্বলা যোজনায় পশ্চিমবঙ্গ থেকে ৯৯ লক্ষ ৮৭ হাজার ৩১৮ জন সুফলভোগী রান্নার গ্যাস সিলিন্ডার বুক করেছেন। এছাড়াও, ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবর্ষে এপ্রিল-অক্টোবর পর্যন্ত সময়ে পশ্চিমবঙ্গে ২০ লক্ষ ৭৯ হাজার ৪৫৬টি রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে।
CG/BD/SB
(Release ID: 1778658)
Visitor Counter : 221