স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১২৭ কোটি ৯৩ লক্ষ ছাড়িয়েছে
জাতীয় স্তরে সুস্থতার হার ৯৮.৩৫ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় ২৪ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ হাজার ৩০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন
দেশে সুস্পষ্টভাবে করোনা আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার ৪১৬, যা ৫৫২ দিনে সর্বনিম্ন
সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার ০.৭৮ শতাংশ, যা গত ২২ দিনে ১ শতাংশের নীচে
Posted On:
06 DEC 2021 9:48AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৬ ডিসেম্বর, ২০২১
দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৪২ লক্ষ ৫৫ হাজার ৯১১। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মোট টিকাকরণের সংখ্যা ১২৭ কোটি ৯৩ লক্ষ ৯ হাজার ৬৬৯।
মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ -
স্বাস্থ্য কর্মী
|
প্রথম ডোজ
|
১,০৩,৮৪,৬১৭
|
দ্বিতীয় ডোজ
|
৯৫,৪৮,০০৯
|
প্রথম সারির স্বাস্থ্য কর্মী
|
প্রথম ডোজ
|
১,৮৩,৮১,২৩৩
|
দ্বিতীয় ডোজ
|
১,৬৫,৯২,১৭৫
|
১৮ – ৪৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
৪৬,৭৫,২২,০২৯
|
দ্বিতীয় ডোজ
|
২৪,৪৪,৮৭,১২১
|
৪৫ – ৫৯ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
১৮,৬৯,১৫,৭৭১
|
দ্বিতীয় ডোজ
|
১২,৬২,৯৪,৮১২
|
৬০ বছরের ঊর্ধ্বে
|
প্রথম ডোজ
|
১১,৬৯,৯৭,৬২২
|
দ্বিতীয় ডোজ
|
৮,২১,৮৬,২৮০
|
মোট
|
১,২৭,৯৩,০৯,৬৬৯
|
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৩৪ জন। এর ফলে মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্য লাভের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৬৯ হাজার ৬০৮। জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৩৫ শতাংশ।
কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের ফলে গত ১৬২ দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩০৬ জন।
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার ৪১৬। যা গত বছরের মার্চ মাস থেকে সর্বনিম্ন এবং মোট আক্রান্তের ০.২৮ শতাংশ।
দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই গত ২৪ ঘণ্টায় ৮ লক্ষ ৮৬ হাজার ২৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর ফলে সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৬৪ কোটি ৮২ লক্ষ ৫৯ হাজার ৬৭টি।
দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তেমন সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৮৭ শতাংশ, যা গত ২২ দিনে ১ শতাংশের নীচে। একইভাবে দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৯৫ শতাংশ। দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার গত ৬৩ দিনে ২ শতাংশের রয়েছে এবং গত ৯৮ দিনে ৩ শতাংশের নীচে।
CG/SS/SKD/
(Release ID: 1778519)
Visitor Counter : 175