তথ্যওসম্প্রচারমন্ত্রক

"৫২-তম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নতুন প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে, তরুণ প্রতিভাবানদের প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে": উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর


ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই প্রথম ওটিটি প্ল্যাটফর্মের উপস্থিতি এবং উৎসাহজনক অংশগ্রহণ করা হয়েছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Posted On: 28 NOV 2021 7:19PM by PIB Kolkata
পানাজি, ২৮ নভেম্বর, ২০২১
 
ভারতের ৫২- তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাপ্তির সাথে সাথে চলচ্চিত্রের মতো শক্তিশালী মাধ্যমে সৃজনশীল বিকাশের জন্য ভারত সরকারের প্রতিশ্রুতি রক্ষার কথা উল্লেখ করেছেন।
 
২৮ নভেম্বর, ২০২১ গোয়ায় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ইনডোর স্টেডিয়ামে এই উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভালো চলচ্চিত্রের নিরবচ্ছিন্নভাবে উপভোগের অন্তর্নিহিত চেতনার জন্য সকলকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। এই উৎসবের মাধ্যমে প্রতিবছরই আরও ভালো উপায়ে চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
 
কেন্দ্রীয় মন্ত্রী চলচ্চিত্রপ্রেমীদের উদ্দেশ্যে বলেন যে, ৫২-তম এই ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আমাদের নতুন সূচনার দিকে নিয়ে যাচ্ছে। আমরা আমাদের চলচ্চিত্র নির্মাণের সমৃদ্ধ ঐতিহ্য এবং সিনেমার মাধ্যমে গল্প বলার শিল্প অনুভব করতে একত্রিত হয়েছি। সিনেমার আইকন এবং কিংবদন্তিদের মাঝে থেকে আমরা দর্শকদের মুগ্ধ করেছি সেইসঙ্গে তরুণ প্রতিভার স্বীকৃতি দেওয়া হয়েছে।
 
ভারতকে বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিহিত করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আমাদের আরো অনেক কিছু করতে হবে, আমরা আঞ্চলিক উৎসব গুলিকে আরও বাড়িয়ে দিয়ে ভারতকে একটা পাওয়ার হাউস তৈরি করতে চাই। তরুণদের অপার প্রযুক্তির প্রতিভাকে কাজে লাগিয়ে আমরা ভারতকে বিশ্বের পোস্ট প্রোডাকশন হাব তৈরি করতে চাই। আমরা ভারতকে চলচ্চিত্র এবং উৎসবের গন্তব্য স্থল তৈরি করতে চাই, গল্পকারদের জন্য সবচেয়ে পছন্দের জায়গা তৈরি করতে চাই।
 
৫২-তম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনেকগুলি ক্ষেত্রে প্রথম চলচ্চিত্র উৎসব হিসেবে অভিহিত করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই আন্তর্জাতিক উৎসবে এবারই প্রথম ওভার দ্যা টপ বা ওটিটি প্ল্যাটফর্মের উপস্থাপনা করা হয়েছে। নতুন প্রযুক্তিও প্রবর্তন করা হয়েছে। আমরা ব্রিকস ভুক্ত দেশগুলির সেরা চলচ্চিত্র প্রদর্শন করেছি।
 
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, এবারের ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সারা বিশ্ব থেকে চলচ্চিত্র নির্মাতা থেকে শুরু করে শিক্ষার্থী এবং সিনেমাপ্রেমী সহ প্রায় দশ হাজারেরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছিলেন। সেখানে ২৩৪ স্ক্রিনের মাধ্যমে ৪৫০ ঘন্টার সিনেমা দেখানো হয়েছে। এবছরের চলচ্চিত্র উৎসবে বিশ্বের ৭৩ ঈদে টিরও বেশি দেশের বৈচিত্র্যময় ক্যাটালগ চলচ্চিত্র প্রেমীদের জন্য উপস্থাপন করা হয়েছিল। এই উৎসবে ১২ টি বিশ্ব প্রিমিয়ার, ৭ টি আন্তর্জাতিক প্রিমিয়ার, ২৪ টি এশিয়া প্রিমিয়ার এবং ৭৪ টি ভারতের প্রিমিয়ার দেখা গেছে।
 
আগামী বছর গোয়ায় ২০-২৮ নভেম্বরের মধ্যে ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিশ্রুতি দেন।
 
 
CG/ SB


(Release ID: 1777468) Visitor Counter : 157