স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

২০১৭-১৮ অর্থবর্ষে ভারতের জাতীয় স্বাস্থ্য সংক্রান্ত হিসেব


২০১৭-১৮ অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের ১.৩৫ শতাংশ স্বাস্থ্য ক্ষেত্রে ব্যয় করা হচ্ছে, ২০১৩-১৪ অর্থবর্ষে এর পরিমাণ ছিল ১.১৫ শতাংশ

দেশে স্বাস্থ্য খাতে মোট ব্যয়ের হিসেবে সরকার ২০১৭-১৮ অর্থবর্ষে ৪০.৮ শতাংশ ব্যয় করেছে, ২০১৩-১৪ অর্থবর্ষে এর পরিমাণ ছিল ২৮.৬ শতাংশ

Posted On: 29 NOV 2021 1:05PM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৯  নভেম্বর, ২০২১

 

        কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব শ্রী রাজেশ ভূষণ ২০১৭-১৮ অর্থবর্ষে ন্যাশনাল হেল্থ অ্যাকাউন্টস (এনএইচএ)-এর আনুমানিক ব্যয়ের হিসেব সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ২০১৪ সালে ন্যাশনাল হেল্থ অ্যাকাউন্টস টেকনিক্যাল সেক্রেটারিয়েট (এনএইচএটিএস) তৈরি করে। এই সংস্থাটি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাপনার সম্পদ কেন্দ্র হিসেবে পরিচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য এনএইচএটিএস-কে পাঠিয়ে থাকে। এই সব তথ্যের সাহায্যে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।      

        ২০১৭-১৮ অর্থবর্ষে জাতীয় স্বাস্থ্য ক্ষেত্রে আনুমানিক ব্যয় সংক্রান্ত তথ্য অনুযায়ী জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় সরকার আগের থেকে বেশি অর্থ ব্যয় করছে। এইসময় দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের ১.৩৫ শতাংশ অর্থ স্বাস্থ্য খাতে খরচ করা হয়েছে, ২০১৩-১৪ সালে যার পরিমাণ ছিল ১.১৫ শতাংশ। ২০১৭-১৮ অর্থবর্ষে দেশে মোট স্বাস্থ্য খাতে ব্যয়ের মধ্যে সরকারি ব্যয়ের অংশ ছিল ৪০.৮ শতাংশ। ২০১৩-১৪ অর্থবর্ষে সরকার ব্যয়ের পরিমাণ ছিল ২৮.৬ শতাংশ। সরকার ২০১৩-১৪ অর্থবর্ষে সার্বিক ব্যয়ের ৩.৭৮ শতাংশ স্বাস্থ্যক্ষেত্রে ব্যয় করেছে। সেখানে ২০১৭-১৮ অর্থবর্ষে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৫.১২ শতাংশ।      

        মাথাপিছু ব্যয়ের হিসেবে ২০১৩-১৪ অর্থবর্ষে সরকার স্বাস্থ্য খাতে খরচ করেছে ১ হাজার ৪২ টাকা। ২০১৭-১৮ অর্থবর্ষে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৭৫৩ টাকা। সরকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সংক্রান্ত ব্যবস্থাপনায় আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করছে। ২০১৭-১৮ অর্থবর্ষে মোট স্বাস্থ্য খাতে ব্যয়ের ৫৪.৭ শতাংশ অর্থ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার জন্য ব্যয় করা হয়েছে, সেখানে ২০১৩-১৪ অর্থবর্ষে এর পরিমাণ ছিল ৫১.১ শতাংশ। প্রাথমিক স্তরে এবং পরবর্তী ক্ষেত্রে চিকিৎসার জন্য সরকারের বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। ২০১৭-১৮ সময়কালে স্বাস্থ্য ক্ষেত্রে মোট ব্যয়ের ৭৪ শতাংশ অর্থ বেসরকারী ক্ষেত্রে চিকিৎসার জন্য ব্যয় হয়েছে, ২০১৬-১৭ অর্থবর্ষের তুলনায় যা কম।   

        সামাজিক স্বাস্থ্যবীমা প্রকল্পেও সরকার আগের থেকে বেশি অর্থ ব্যয় করছে। স্বাস্থ্যবীমা প্রকল্প এবং সরকারি কর্মচারীদের চিকিৎসা বাবদ টাকা দেওয়ার পরিমাণ ২০১৭-১৮ অর্থবর্ষে বেড়ে হয়েছে ৯ শতাংশ। ২০১৩-১৪ অর্থবর্ষে এর পরিমাণ ছিল ৬ শতাংশ। স্বাস্থ্যখাতে বিদেশী সাহায্যের পরিমাণ ০.৫ শতাংশ হ্রাস পেয়েছে- এর মাধ্যমে দেশের আর্থিক ক্ষেত্রে আত্মনির্ভরতার প্রতিফলন হয়েছে।   

        জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য সরকারি উদ্যোগের সুফল পাওয়া যাচ্ছে। আগে যেখানে চিকিৎসার জন্য মাথাপিছু ব্যয় করতে হতো ২ হাজার ৩৩৬ টাকা (২০১৩-১৪ অর্থবর্ষের হিসেবে) সেখানে ২০১৭-১৮ সালের হিসেবে তা কমে হয়েছে ২০৯৭ টাকা। সরকারি চিকিৎসা ব্যবস্থাপনার সুযোগ মানুষ বেশি গ্রহণ করায় স্বাস্থ্য ক্ষেত্রে চিকিৎসার খরচ কমছে।

 

CG/CB/NS



(Release ID: 1776305) Visitor Counter : 126