তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রখ্যাত গীতিকার প্রসূন জোশী-কে ‘বছরে সেরা চলচ্চিত্র ব্যক্তিত্ব’ পুরস্কারে সম্মানিত করা হয়েছে

নতুন দিল্লি,  ২৯ নভেম্বর, ২০২১
 
“এক আকাশ কম, আমাকে আরও আকাশ এনে দাও....” – প্রখ্যাত গীতিকার এবং সৃজনশীল লেখক প্রসূন জোশী-কে ‘বছরের সেরা চলচ্চিত্র ব্যক্তিত্ব’ –পুরস্কারের সম্মান প্রদান করা হয়েছে। গোয়ায় ৫২ তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে এই সম্মান প্রদান করা হয়। চলচ্চিত্র, জনপ্রিয় সংস্কৃতি এবং সামাজিকভাবে উল্লেখযোগ্য শিল্পকর্মে অসামান্য অবদানের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন। 
 
চলচ্চিত্র এবং অন্যান্য টিভি বিজ্ঞাপন ও সামাজিকভাবে প্রাসঙ্গিক গল্পে প্রাণবন্ত ও উদ্দীপনা গানের জন্য ব্যাপকভাবে পরিচিত শ্রী জোশী। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত এবং একাধিক জাতীয় পুরস্কার জয়ী শ্রী জোশী নতুন, উচ্চাকাঙ্খী চলচ্চিত্র নির্মাতাদের উদ্দেশ্যে জানান, চলচ্চিত্রের ক্ষেত্রে সাফল্যের জন্য কাজ সংক্ষেপে সারার কোনো সোজা পথ নেই। তিনি বলেন, শর্টকাট পদ্ধতিতে কখনোই সাফল্যের শিখরে পৌঁছনো যায়না। অনুষ্ঠানে তিনি এই পুরস্কারটিকে নিজের শহর উত্তরাখণ্ডের উদ্দেশ্যে উৎসর্গ করেন। পাশাপাশি তিনি উত্তরাখণ্ডের একটি ছোট্ট শহর আলমোরা থেকে কিভাবে এই রুপালি পর্দার জগতে জায়গা করে নিয়েছেন, সেই যাত্রাপথের কাহিনীও তুলে ধরেন। ২০০১ সালে রাজকামার সন্তোষীর ‘লজ্জা’ চলচ্চিত্রে গীতিকার হিসেবে ভারতীয় চলচ্চিত্রে প্রবেশ করেন। এরপর তিনি ‘তারে জমিন পার’, ‘রং দে বাসন্তী’, ‘ভাগ মিলখা ভাগ’, ‘নীরজা’, ‘মণিকর্ণিকা’ এবং ‘দিল্লি-সিক্স’ –এর মতো একাধিক চলচ্চিত্রে গীতিকার হিসেবে সাফল্যের পরিচয় দিয়েছেন। 
 
একজন আন্তর্জাতিকভাবে প্রশংসিত বিজ্ঞাপন পেশাদার হওয়ার পাশাপাশি জোশী বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্তম বিজ্ঞাপন কোম্পানি – ম্যাককান ওয়ার্ল্ড গ্রুপের এশিয়া – প্যাসিফিকের চেয়ারম্যান। তিনি কান চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়নস এবং ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম থেকে ইয়ং গ্লোবাল লিডার সহ একাধিক আন্তর্জাতিক পুরস্কারও জিতেছেন। বর্তমানে তিনি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর চেয়ারপার্সন রয়েছেন। 
 
CG/SS/SKD/

(रिलीज़ आईडी: 1776304) आगंतुक पटल : 224
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Tamil , Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Telugu