সারওরসায়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া রাজ্যগুলিতে ডিএপি, ইউরিয়ার প্রাপ্যতা নিয়ে পর্যালোচনা বৈঠক করেছেন; দেশে সারের পর্যাপ্ত উৎপাদন হয়েছে, কোনো ঘাটতি নেই


আমাদের সারের বিকল্প হিসেবে ন্যানো ইউরিয়া ব্যবহার করতে হবে যা মাটিকে সুরক্ষিত করে এবং উৎপাদনশীলতা বাড়ায়

Posted On: 23 NOV 2021 3:20PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ নভেম্বর, ২০২১

 

'দেশে যথেষ্ট পরিমাণে সারের উৎপাদন হয়েছে  এবং কোনরকম ঘাটতি নেই।' কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রী শ্রী মনসুখ মান্ডভিয়া আজ রাজ্যগুলির কৃষি মন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল পর্যালোচনা বৈঠকে এই তথ্য জানিয়েছেন।

এই বৈঠকে ১৮ টি রাজ্যের কৃষি মন্ত্রীরা অংশ নিয়েছিলেন।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কৃষিক্ষেত্রে বিশেষত কৃষকদের কাছে সারের প্রয়োজনীয়তা বিষয়ে ব্যবস্থাপনার দায়িত্ব কেন্দ্র এবং রাজ্য সরকারের। তিনি বলেন, গত কয়েক মাসে ডিএপি' র চাহিদা পূরণের ক্ষেত্রে রাজ্য গুলি পূর্ণ সহযোগিতা করেছে। তাদের সম্মিলিত প্রচেষ্টার ফলে কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রকের সঙ্গে রাজ্যগুলির মধ্যে সমন্বয় গড়ে উঠেছে। 

কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেন যে, সারের ড্যাশবোর্ড রাজ্যের মন্ত্রীদের আগেই জানানো হয়েছে। যা প্রায় গত দুমাস আগে থেকে চালু হয়েছে। এছাড়াও বিভিন্ন জেলায় কন্ট্রোলরুম খোলা হয়েছে। যা বিভিন্ন জেলায় সারের পর্যাপ্ত পরিমাণ নিশ্চিত করতে সাহায্য করছে। সাতদিন ২৪ ঘন্টা এই কন্ট্রোলরুম কাজ করছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বিভিন্ন জেলায় পর্যাপ্ত পরিমাণে সার রয়েছে। কেন্দ্র কোনরকম বিলম্ব ছাড়াই রাজ্যগুলিকে সার সরবরাহ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশে কেন্দ্র স্যার এর উপর ভর্তুকি মেটাতে প্রতিশ্রুতিবদ্ধ বলে শ্রী মান্ডভিয়া উল্লেখ করেন। তিনি বলেন, আসন্ন রবি মরশুমে দেশে ইউরিয়া সারের চাহিদা মেটাতে কেন্দ্র নিরলসভাবে কাজ করছে।

তিনি বলেন, সারের বিকল্পগুলি আমাদের অন্বেষণ করা উচিত। যেমন ন্যানো ইউরিয়া এবং জৈব সার। যা মাটিকে সুরক্ষিত করে এবং ফসলের উৎপাদন বাড়ায়। ইতিমধ্যেই ইফকো ন্যানো ইউরিয়া উৎপাদন শুরু করেছে। এছাড়া, ন্যানো ডিএপি' র কাজ চলছে বলে তিনি জানান।

 

CG/ SB


(Release ID: 1774564) Visitor Counter : 169