গ্রামোন্নয়নমন্ত্রক
প্রধানমন্ত্রী আবাস যোজনা -গ্রামীণ ৫ বছর পূরণ
Posted On:
20 NOV 2021 12:56PM by PIB Kolkata
নতুন দিল্লি,২০ নভেম্বর, ২০২১
প্রধানমন্ত্রী আবাস যোজনা -গ্রামীণ (পিএমএওয়াই-জি) ৫ বছর পূরণে 'আবাস দিবস' উদযাপনের প্রাক্কালে আজ রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ভূমি পুজো, গৃহ প্রবেশ, সুবিধাভোগীদের বাড়ি পরিদর্শন, প্রধানমন্ত্রী আবাস যোজনা- গ্রামীণ সম্পর্কে সুবিধাভোগীদের বোঝানো ইত্যাদি কাজ চালানো হয়।২০২২ সালের মধ্যে 'সকলের জন্য মাথার উপর ছাদ'- মহৎ এই উদ্দেশ্য পূরণে সংশ্লিষ্ট মন্ত্রক রাজ্য সরকারের সহযোগিতায় বিশেষ উদ্যোগ নিয়েছে। আগামী বছরের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা -গ্রামীণ প্রকল্পের আওতায় প্রাথমিক সুযোগ সুবিধা সহ ২.৯৫ কোটি গৃহ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
২০১৬ সালে পিএমএওয়াই-জি চালু হওয়ার পর থেকে চলতি অর্থ বর্ষ পর্যন্ত ২.৬২কোটি গৃহ নির্মাণের লক্ষ্য নেওয়া হয়।ইতিমধ্যেই ২.২০ সুবিধাভোগী এই গৃহ নির্মাণের জন্য নাম নথিভুক্ত করেছেন। ২.১৬ কোটি গৃহের জিও ট্যাগিং-এর কাজ সম্পূর্ণ হয়েছে।২.০৯ কোটি গৃহ নির্মাণের জন্য অনুমোদিত হয়েছে।১.৯৮ কোটি সুবিধাভোগী প্রথম কিস্তি, ১.৮০ কোটি সুবিধাভোগী দ্বিতীয় কিস্তি এবং ১.৬৩ কোটি সুবিধাভোগী তৃতীয় কিস্তির টাকা পেয়েছেন।চলতি বছরের ১৫ নভেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ১.৬৩ কোটি গৃহ নির্মাণ সম্পন্ন হয়েছে।২০২১-২২ অর্থ বর্ষে এই প্রকল্পের আওতায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ৭৭৭৫.৬৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
এই প্রকল্পের আওতাভুক্ত বাড়িগুলিতে প্রাথমিক সুযোগ সুবিধা যেমন শৌচাগার নির্মাণ, নল বাহিত পরিশ্রুত পানীয় জল সরবরাহ,এলপিজি গ্যাস সংযোগ ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে।এছাড়াও ভূমিহীন পরিবারগুলি যাতে দ্রুত এই প্রকল্পের সুযোগ পান তার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উল্লেখিত পিএমএওয়াই-জি-এর অধীনে প্রযুক্তিগত এবং প্রযুক্তিগত নয় এমন সমস্যাগুলির সঙ্গে সম্পর্কিত অভিযোগগুলির সমাধান করার জন্য ই-টিকিট ব্যবস্থাপনা মডিউল চালু করা হয়েছে।এমনকি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে সরাসরি প্রকল্পের অর্থ জমা হয় তার জন্য আধার ভিত্তিক পেমেন্টের ব্যবস্থা চালু করা হয়েছে।
CG/SS/SB
(Release ID: 1773595)
Visitor Counter : 295