তথ্যওসম্প্রচারমন্ত্রক

৫২-তম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বার্ট্রান্ড ট্যাভার্নিয়ার, ক্রিস্টোফার প্লামার, জিন- ক্লদ ক্যারিয়ারে এবং জিন-পল বেলমন্ডোকে শ্রদ্ধা জানানো হবে

Posted On: 17 NOV 2021 1:30PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ নভেম্বর, ২০২১

 

ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিটি পর্যায়েই চলচ্চিত্রশিল্পে প্রয়াত অসামান্য ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানায়। এবারও ৫২-তম ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের হোমেজ বিভাগটি রাখা হয়েছে সাম্প্রতিককালে যে সমস্ত অভিজ্ঞ চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত অভিজ্ঞ শিল্পী, যাদের আমরা হারিয়েছি তাদের স্যালুট জানানোর জন্য। উৎসবে বার্ট্রান্ড ট্যাভার্নিয়ার, ক্রিস্টোফার প্লামার, জিন- ক্লদ  ক্যারিয়ারে এবং জিন-পল বেলমন্ডোর চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
এবারের ৫২-তম ভারত  আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিম্নলিখিত চলচ্চিত্রগুলি প্রদর্শন করা হবে-

১)  বার্ট্রান্ড ট্যাভার্নিয়ার।

এ সানডে ইন দ্যা কান্ট্রি- বার্ট্রান্ড ট্যাভার্নিয়ার।

দেশ- ফ্রান্স। বছর-১৯৮৪। ভাষা- ফরাসি। সময়- ৯০ মিনিট। রঙিন ছবি।
ছবির বিষয়বস্তু-
মঁসিয়ে ল্যাডমিরাল একজন বয়স্ক, বিধবা চিত্রশিল্পী যিনি প্যারিসের বাইরে একটি রেম্বলিং এস্টেটে থাকেন। তাঁর ছেলে গঞ্জাগের কাছ থেকে একটি সফরের সময় ল্যাডমিরাল ইঙ্গিত দেন যে গঞ্জাগ জীবনে খুব আত্মতৃপ্ত এবং কামনা করেন যে তার ছেলে তাঁর মুক্তপ্রাণ মেয়ে আইরিনের মতো ছিল। ল্যাডমিরালও  এখন মুক্ত হতে চায়। আইরিন তাদের সাথে যোগ দিলে পরিবারের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

২) ক্রিস্টোফার প্লামার।
অল দ্যা মানি ইন দা ওয়ার্ল্ড- রিডলে স্কট।

দেশ-মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। সময়- ২০১৭। ভাষা- ইংরেজি। সময়-১৩৫ মিনিট। রঙিন ছবি।

চরিত্র- ক্রিস্টোফার প্লামার, মাইকেল উয়িলিয়াম, মার্ক হোয়েলবার্গ, রোমেন ডুরিস, চার্লি প্লামার।

ছবির বিষয়বস্তু- ১৬ বছর বয়সী জন পল গেটির অপহরণ নিয়ে মুক্তিপণ দেওয়ার জন্য তার বিলিয়নার দাদা (ক্রিস্টোফার প্লামার)-কে মায়ের রাজি করানোর বিষয়টি নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে।

৩) জিন- ক্লদ  ক্যারিয়ার-
অ্যাট ইটারনিটিস গেট- জুলিয়ান স্ক্যানাবেল।

চিত্রনাট্য-  জিন- ক্লদ  ক্যারিয়ার, লুইস কুগেল বার্গ, জুলিয়ান স্ক্যানাবেল।

দেশ-মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স। বছর- ২০১৮। ভাষা- ইংরেজি ও ফরাসি। সময়-১১০ মিনিট। রঙিন ছবি।

ছবির বিষয়বস্তু- এই চলচ্চিত্রটি ভিন্সেন্ট ভ্যান গগের চিত্রকর্মের ওপর ভিত্তি করে নির্মিত। তার জীবনের ঘটনাগুলি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তার অনন্য দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাস চলচ্চিত্রের মাধ্যমে প্রতিফলিত হয়েছে।

৪) জিন-পল বেলমন্ডো- জিন- লুক গোডার্ড ব্রেথলেস।
দেশ- ফ্রান্স। বছর- ১৯৬০। ভাষা- ফরাসি। সময়- ৯০ মিনিট। রঙিন ছবি।

চরিত্রায়নে- জিন-পল বেলমন্ডো, জিন শেবার্গ, ড্যানিয়েল বলাঙ্গার।

বিষয়বস্তু- মিচেল, একজন ছিঁচকে চোর। সে একটি গাড়ি চুরি করে এবং আবেগপ্রবণ ভাবে একজন পুলিশকে খুন করে। এরপর সে ইতালিতে পালিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করে। তার প্রেমিক প্যাট্রিয়াসকেও তার সাথে আসতে রাজি করায়। এই গল্প নিয়ে ছবিটি তৈরি হয়েছে।

 

CG/SB



(Release ID: 1772785) Visitor Counter : 134