স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

অসরকারী সংগঠন, সুশীল সমাজ এবং উন্নয়নের অংশীদারদের সঙ্গে প্রধানমন্ত্রীর ‘হর ঘর দস্তক’ অভিযানকে শক্তিশালী করা নিয়ে ডাঃ মনসুখ মান্ডভিয়ার আলোচনা

Posted On: 16 NOV 2021 2:17PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৬  নভেম্বর, ২০২১

 

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডভিয়া আজ দেশজুড়ে কোভিড টিকাকরণকে আরও শক্তিশালী করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গুরুত্বের সঙ্গে বলে থাকেন দেশজুড়ে টিকাকরণ অভিযানে সাফল্য সারা দেশের, শুধুমাত্র একা সরকারের নয়।  সংশ্লিষ্ট সবপক্ষ তাদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগানোয় এই অভিযান সফল হচ্ছে। এর মধ্য দিয়ে দেশের গণতন্ত্রের প্রকৃত আস্বাদন পাওয়া যায়। আলোচনায় দপ্তরের প্রতিমন্ত্রী ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার তাঁর লোকসভা কেন্দ্র থেকে ডিজিটাল পদ্ধতিতে অংশগ্রহণ করেন।  

ডাঃ মান্ডভিয়া বলেন, ভারতের মতো বিশাল দেশে টিকাকরণ অভিযানকে সফল করতে হলে সকলের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, অসরকারী সংগঠন এবং সুশীল সমাজের উদ্যোগের ফলে মহামারীর সময় লকডাউনের কারণে কেউ অভুক্ত থাকেননি। তাদের ভূমিকার জন্যই আজ দেশের ৮০ শতাংশ মানুষ কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছেন। ইতিমধ্যেই ৪০ শতাংশ মানুষ দ্বিতীয় ডোজ নিয়েছেন। বৈঠকে যেসব সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন তাঁরা টিকাকরণ কর্মসূচিকে সফল করার জন্য সচেতনতামূলক উদ্যোগের ওপর গুরুত্ব দেন। জটিল অসুখের থেকে রক্ষা পেতে হলে এবং হাসপাতালে যাওয়া এড়ানোর জন্য টিকার দ্বিতীয় ডোজ কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে মানুষকে বোঝাতে হবে। সরকারের সঙ্গে এই সমস্ত প্রতিষ্ঠানকেও একযোগে বিভিন্ন গুজব ও ভ্রান্ত ধারণা দুর করতে হবে। টিকাকরণ অভিযানে রাজ্য, জেলা ও ব্লক স্তরের টাস্ক ফোর্সের সঙ্গে যথাযথ পরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সংগঠনগুলি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে সব ধরণের সহায়তা পাওয়ায় তাদের কৃতজ্ঞতা জানিয়েছে। বৈঠকে স্বাস্থ্য মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। 

 

CG/CB/NS



(Release ID: 1772505) Visitor Counter : 157