তথ্যওসম্প্রচারমন্ত্রক
৫২ তম আইএফএফআই-তে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণের জন্য সংবাদমাধ্যমের নাম নথিভুক্তিকরণ প্রক্রিয়া শুরু হয়েছে
মুম্বাই/পানাজি, ০৬ নভেম্বর, ২০২১
গোয়াতে আয়োজিত ৫২ তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যেসমস্ত সাংবাদিকরা অনলাইন মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে চান, তাদের জন্য নাম নথিভুক্তিকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। যারা এখানে নাম নথিভুক্ত করবেন, তারা ২০ থেকে ২৮ নভেম্বর আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিতে পারবেন। নাম নথিভুক্তকরার জন্য লিঙ্কটি হলো – https://virtual.iffigoa.org
কোভিড-১৯ মহামারীর কারণে এশিয়ার প্রাচীনতম এবং ভারতের বৃহত্তম এই চলচ্চিত্র উৎসবে ভার্চুয়াল মাধ্যমও আয়োজন করা থাকছে। তাই উৎসুক সাংবাদিকরা ভার্চুয়াল মাধ্যমেও এই উৎসবে যোগ দিতে পারবেন। এমনকি অনলাইনে বেশ কিছু চলচ্চিত্র প্রদর্শিত হবে। এছাড়াও পিআইবি ইন্ডিয়া’র ইউটিউব চ্যানেল youtube.com/pibindia -এ সমস্ত সাংবাদিক বৈঠক লাইভ স্ট্রিম করা হবে। সাংবাদিক বৈঠকে অনলাইনে প্রশ্ন করার ব্যবস্থাও থাকছে।
৫২ তম আইএফএফআই-তে ব্যক্তিগতভাবে যোগ দিতে চান এমন সংবাদ মাধ্যমের কর্মীদের নাম নথিভুক্ত করা যাবে https://my.iffigoa.org/extranet/media/ - এই লিঙ্কের মাধ্যমে।
১৯৫২ সালে ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রতিষ্ঠিত হয়েছিল। এশিয়ার অন্যতম উল্লেখযোগ্য চলচ্চিত্র উৎসব এলো এটি। গোয়াতে আয়োজিত এই উৎসবের মূল লক্ষ্যই হলো চলচ্চিত্র শিল্পের শ্রেষ্ঠত্বকে তুলে ধরার জন্য বিশ্বের বিভিন্ন ধরণের চলচ্চিত্রগুলিকে প্রদর্শনের এক সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। গোয়া সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আওতাধীন ডিরেক্টরেট অফ ফিল্ম ফেস্টিভেলের যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এবারের এই উৎসবের সমস্ত কিছুর সর্বশেষ তথ্য জানা যাবে www.iffigoa.org - এর মাধ্যমে। এছাড়াও আইএফএফআই-এর ট্যুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম-এ বিভিন্ন তথ্য জানা যাবে।
CG/SS/SKD/
(Release ID: 1769761)
Visitor Counter : 196