তথ্যওসম্প্রচারমন্ত্রক
২০২১-এর ৫২ তম আইএফএফআই-এর জন্য ভারতীয় প্যানরামা বিভাগে নির্বাচিত চলচ্চিত্রগুলি-র নামের তালিকা ঘোষণা করা হয়ছে
Posted On:
06 NOV 2021 11:19AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৬ নভেম্বর, ২০২১
৫২ তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতীয় প্যানরামা বিভাগের জন্য নির্বাচিত চলচ্চিত্রগুলির নামের তালিকা ঘোষণা করা হয়েছে। গোয়াতে আয়োজিত চলচ্চিত্র উৎসবে এই ছবিগুলি প্রদর্শিত হবে। উল্লেখ্য, চলতি বছরের ৩০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়ছে। গোয়া সরকারের সহযোগিতায় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং ডিরেক্টরেট অফ ফিল্ম ফেস্টিভেল অফ ইন্ডিয়ার উদ্যোগে এই চলচ্চিত্র উৎসব আয়োজন করা হয়েছে। গোয়ায় ৯ দিন ব্যাপী এই চলচ্চিত্র উৎসবের সময় নির্বাচিত চলচ্চিত্রগুলির সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
ভারতীয় প্যানরামা বিভাগের প্রাথমিক লক্ষ্যই হলো বিভিন্ন বিভাগের আওতাধীন এই চলচ্চিত্রগুলির অলাভজনক প্রদর্শনের মাধ্যমে চলচ্চিত্র শিল্পের প্রচার করা। ভারতীয় প্যানরামা বিভাগ চালুর পর থেকে বছরের সেরা ভারতীয় চলচ্চিত্রগুলি এই উৎসবে প্রদর্শিত হয়ে থাকে। ভারতীয় চলচ্চিত্র জগতের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এবং চলচ্চিত্র ব্যক্তিত্বদের সমন্বয়ে একটি জুরি কমিটি গঠন করা হয়। এই জুরি প্যানেলে ফিচার ও ননফিচার চলচ্চিত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা রয়েছেন। এই জুরি কমিটি ঐকমতের ভিত্তিতেই ফিচার ও ননফিচার চলচ্চিত্রগুলি নির্বাচন করে থাকে।
এবছর আইএফএফআই (ইফি)-তে ২৫টি ফিচার ফিল্ম প্রদর্শিত হবে। ২২১টি সমসাময়িক ভারতীয় চলচ্চিত্রের মধ্যে থেকে এই ছবিগুলি নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে রাজদীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতি-র নির্দেশনায় বাংলা চলচ্চিত্র 'কালকক্ষ', সত্রবিত পাল নির্দেশিত বাংলা চলচ্চিত্র 'নিতান্তই সহজ সরল', পরমব্রত চট্টোপাধ্যায় নির্দেশিত বাংলা চলচ্চিত্র 'অভিযান', অভিনন্দন ব্যানার্জী নির্দেশিত বাংলা চলচ্চিত্র 'মানিকবাবুর মেঘ' ছবিগুলি জায়গা করে নিয়েছে।
এবার,ভারতীয় প্যানরামা বিভাগে ২০টি ননফিচার ফিল্ম নির্বাচিত হয়েছে।সেগুলিও ইফি-তে প্রদর্শিত হবে। এর মধ্যে অভিজিৎ এ পাল নির্দেশিত বাংলা চলচ্চিত্র 'নাদ - দ্য সাউন্ড' এবং সঙ্ঘমিত্রা চৌধুরী নির্দেশিত বাংলা চলচ্চিত্র 'সেনবাড়ি টু সন্দেশখালি' ছবি দুটি জায়গা করে নিয়েছে।
CG/SS/SKD/
(Release ID: 1769760)
Visitor Counter : 283