প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

বৃটেনের গ্লাসগোতে সিওপি২৬ এর সম্মেলনের ফাঁকে ইউক্রেনের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

Posted On: 02 NOV 2021 8:05PM by PIB Kolkata

নতুনদিল্লি, ২রা নভেম্বর, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২রা নভেম্বর বৃটেনের গ্লাসগোতে সিওপি২৬ শিখর সম্মেলনের ফাঁকে  ইউক্রেনের রাষ্ট্রপতি মিঃ ভোলোদিমির জেলেন্সকির সঙ্গে বৈঠক করেছেন।

উভয় নেতা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কর পর্যালোচনা করেছেন এবং এই অঞ্চলের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

দুই দেশ , একে অপরের কোভিড শংসাপত্রকে মান্যতা দেওয়া সহ মহামারীর সময় সহযোগিতার জন্য তাঁরা সন্তোষ প্রকাশ করেন। এ বছরের প্রথম দিকে ভারতে কোভিড মহামারীর দ্বিতীয় ঢেউয়ের সময় অক্সিজেন কনসেন্ট্রেটর সরবরাহ করার জন্য শ্রী মোদী রাষ্ট্রপতি জেলেন্সকির মানবিক ভূমিকা গ্রহণের কারণে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন।

ইউক্রেনের বিশ্ববিদ্যালয়গুলিতে বহু ভারতীয় ছাত্রছাত্রী পড়াশোনা করতে যায়। দুই দেশের জনসাধারণের মধ্যে নিবিড় সম্পর্কের বিষয়ে উভয় নেতা সন্তোষ প্রকাশ করেছেন।  

এই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো শক্তিশালী করতে তাঁরা একযোগে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন।

 

CG/CB/SFS


(Release ID: 1769283) Visitor Counter : 136