স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

কোভিড-১৯ সম্পর্কে সর্বশেষ তথ্য

Posted On: 02 NOV 2021 9:28AM by PIB Kolkata

নয়াদিল্লী, ২  নভেম্বর, ২০২১

 

দেশব্যাপী টিকাকরণের আওতায় এখনও পর্যন্ত ১০৬ কোটি ৮৫ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা  ১০ হাজার ৪২৩,যা ২৫৯ দিনে সর্বনিম্ন। দেশে করোনায় আরোগ্যের হার ৯৮.২১ শতাংশ যা গত বছরের মার্চ মাস থেকে এখনও পর্যন্ত সর্বোচ্চ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ২১ জন। এই নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ৩ কোটি ৩৬ লক্ষ ৮৩ হাজার ৫৮১। করোনায় আক্রান্তের হার ১ শতাংশের নীচে নেমে এসে ০.৪৫ শতাংশে দাঁড়িয়েছে যা গত বছরের মার্চ মাস থেকে সর্বনিম্ন। দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ৭৭৬ যা ২৫০ দিনে সর্বনিম্ন। গত ২৯ দিনে দৈনিক আক্রান্তের হার ২ শতাংশের নীচে নেমে এসে এখন ১.০৩ শতাংশে দাঁড়িয়েছে। সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার এখন ১.০৬ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট ৬১ কোটি ২ লক্ষেরও বেশি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে।

 

CG/SS /NS



(Release ID: 1768936) Visitor Counter : 178