স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

সর্বজনীন টিকাকরণ কর্মসূচির আওতায় দেশ জুড়ে নিউমোকক্কোল কনজুগেট টিকার সম্প্রসারণ অভিযানের সূচনা করেছেন ডঃ মনসুখ মান্ডভিয়া

Posted On: 29 OCT 2021 2:20PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ অক্টোবর, ২০২১
 
 
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে সর্বজনীন টিকাকরণ অভিযানের আওতায় আজ দেশ জুড়ে নিউমোকক্কোল কনজুগেট টিকার সম্প্রসারণ অভিযানের সূচনা করেছেন। এই উপলক্ষে তিনি জনসচেতনতা গড়ে তুলতেও বিশেষ তথ্যমূলক পুস্তিকারও প্রকাশ করেন। তথ্যমূলক এই পুস্তিকাগুলি সচেতনতা বাড়ানোর কাজে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পাঠানো হবে।
 
দেশব্যাপী এই টিকা অভিযানের সূচনা উপলক্ষে ডঃ মান্ডভিয়া জীবনদায়ী এই টিকা সর্বজনীন করে তোলার জন্য টিকা কর্মী, স্বাস্থ্য কর্মী ও আধিকারিকদের প্রচেষ্টার অভিনন্দন জানান। এই অভিযান সম্পর্কে জনসচেতনতামূলক পুস্তক প্রকাশ করে ডঃ মান্ডভিয়া বলেন, জনসচেতনতা গড়ে তোলা এই অভিযানের এক গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এই টিকাকরণ অভিযানের উদ্দেশ্য হ’ল - আমাদের শিশুদের জীবন রক্ষা করা এবং তা তখনই সম্ভব হবে যদি সারা দেশে সাফল্যের সঙ্গে সচেতনতামূলক অভিযান চালানো যায়।
 
উল্লেখ করা যেতে পারে, সর্বজনীন টিকাকরণ অভিযানে বার্ষিক ২ কোটি ৬০ লক্ষেরও বেশি নবজাতক এবং ২ কোটি ৯০ লক্ষ গর্ভবতী মহিলার টিকাকরণের লক্ষ্য স্থির করা হয়েছে। এই অভিযানে সম্পূর্ণ বিনামূল্যে ১২টি রোগ-প্রতিরোধক টিকা দেওয়ার লক্ষ্য স্থির হয়েছে। এই উপলক্ষে মন্ত্রকের অতিরিক্ত সচিব শ্রী বিকাশ শীল, যুগ্মসচিব শ্রী অশোক বাবু এবং মন্ত্রকের উচ্চ পদস্থা আধিকারিকরা উপস্থিত ছিলেন। 
 
 
CG/BD/SB

(Release ID: 1767690) Visitor Counter : 443