জাহাজচলাচলমন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশের মধ্যে প্রথম বন্দর হিসেবে কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে রেডিও ওভার ইন্টারনেট প্রোটোকল ব্যবস্থার উদ্বোধন হল

Posted On: 26 OCT 2021 12:47PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৬  অক্টোবর, ২০২১
 
 
কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে গত সন্ধ্যায় জাহাজের সঙ্গে দূরপাল্লার যোগাযোগ ব্যবস্থা- রেডিও ওভার ইন্টারনেট প্রোটোকল (আরওআইপি) ব্যবস্থার উদ্বোধন হয়েছে। ভারতে প্রধান প্রধান বন্দরগুলির মধ্যে এই বন্দরেই আরওআইপি ব্যবস্থার সূচনা হল। মূলত ৪টি জায়গা থেকে দূরপাল্লার যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে। এর ফলে কলকাতা বন্দর থেকে রেডিওর মাধ্যমে স্যান্ডহেড পর্যন্ত নৌযানগুলির সঙ্গে যোগাযোগ রক্ষা করা সম্ভব হবে। প্রতিকূল আবহাওয়া বা নানান পরিস্থিতিতে এই ব্যবস্থা জাহাজগুলির জন্য অত্যন্ত সুবিধাজনক হবে। বন্দরের চেয়ারম্যান শ্রী বিনীত কুমার নতুন ব্যবস্থার প্রশংসা করে বলেছেন ১২৫ বছর ধরে দেশের একমাত্র নদী বন্দর- শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর উল্লেখযোগ্য অবস্থান বজায় রেখেছে।  
 
 
CG/CB /NS

(Release ID: 1766783) Visitor Counter : 209