আয়ুষ
azadi ka amrit mahotsav

অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ আর্য়ুবেদ প্রতিষ্ঠানে আয়ুষ মন্ত্রী উদ্ভাবন ও শিল্পোদ্যোগ সংক্রান্ত ইনক্যুবেশন সেন্টার উদ্বোধন করবেন

Posted On: 26 OCT 2021 11:17AM by PIB Kolkata

নয়াদিল্লী, ২৬  অক্টোবর, ২০২১

 

কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী শ্রী সর্বানন্দ সনোওয়াল আগামী ২৯ তারিখ নতুন দিল্লীতে বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ আর্য়ুবেদ প্রতিষ্ঠানে উদ্ভাবন ও শিল্পোদ্যোগ সংক্রান্ত ইনক্যুবেশন সেন্টার উদ্বোধন করবেন। এই উপলক্ষ্যে বিভাগীয় প্রতিমন্ত্রী ডাঃ মুঞ্জপারা মহেন্দ্রভাই কালুভাই উপস্থিত থাকবেন। ষষ্ঠ আর্য়ুবেদ দিবস উদযাপনের অঙ্গ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এছাড়াও আগামী ৩০ তারিখ আর্য়ুবেদ দিবস উদযাপন উপলক্ষ্যে আয়ুষ ক্ষেত্রে স্টার্টআপ শীর্ষক জাতীয় স্তরের এক সেমিনার আয়োজন করা হচ্ছে। এই সেমিনারে আয়ুষ ক্ষেত্রের সঙ্গে যুক্ত প্রতিনিধিরা ছাড়াও ৪০০টি আয়ুষ প্রতিষ্ঠান অংশ নেবে। 

শিক্ষা প্রতিষ্ঠানের জ্ঞানকে কাজে লাগিয়ে শিল্পোদ্যোগের প্রসারে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ আর্য়ুবেদ ইতিমধ্যেই একটি ইনক্যুবেশন ও উদ্ভাবন কেন্দ্র গড়ে তুলেছে। আয়ুষ মন্ত্রকের নীতি-নির্দেশিকা অনুযায়ী নতুন আরও একটি ইনক্যুবেশন সেন্টার গড়ে তোলা হচ্ছে। এই কেন্দ্রের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের জ্ঞানকে কাজে লাগিয়ে শিল্পোদ্যোগের প্রসার ঘটিয়ে আয়ুষ ক্ষেত্রে যৌথ উদ্যোগের সূচনা করা হবে। উল্লেখ করা যেতে পারে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ আর্য়ুবেদ ১৬ বছর বয়সী বাচ্চাদের জন্য ‘বাল রক্ষা কিট’ নামে একটি রোগ প্রতিরোধ ক্ষমতার উপশম উদ্ভাবন করেছে। ইনক্যুবেশন সেন্টারটির উদ্বোধনের সঙ্গে সঙ্গে বাল রক্ষা কিটের সূচনা হবে। আর্য়ুবেদ দিবস উদযাপনের সময় ১০ হাজার এ ধরণের কিট বা উপকরণ বিনামূল্যে বিতরণের পরিকল্পনা রয়েছে। 

 

CG/BD/NS


(Release ID: 1766633) Visitor Counter : 138