স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav g20-india-2023

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১০২ কোটি ৯৪ লক্ষ ছাড়িয়েছে


জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.১৯ শতাংশ, যা ২০২০-র মার্চ থেকে এ যাবৎ সর্বাধিক

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৪২৮

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৩ হাজার ৮১৬, যা ২৪১ দিনে সর্বনিম্ন

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.২৪ শতাংশ, যা গত ৩২ দিন ২ শতাংশের নীচে

Posted On: 26 OCT 2021 10:19AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ অক্টোবর, ২০২১

 

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৬৪ লক্ষ ৭৫ হাজার ৭৩৩। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ১০২ কোটি ৯৪ লক্ষ ১ হাজার ১১৯।

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,০৩,৭৮,৩৭৬

 

৯১,৬১,৪০৬

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৮৩,৬৯,৭৮৫

 

,৫৭,৬০,৪৩০

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

৪০,৯৪,৯৮,২১৪

 

১২,৮৮,৯৯,৮২৯

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

১৭,২৫,৪০,৫০৯

 

,২০,৪৩,৩৪৩

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

১০,৮৩,৯৯,১৯১

 

,৪৩,৫০,০৩৬

 

মোট

 

,০২,৯৪,০১,১১৯

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৫১ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৩ কোটি ৩৫ লক্ষ ৮৩ হাজার ৩১৮।

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.১৯ শতাংশ, যা ২০২০’র মার্চ থেকে এ যাবৎ সর্বাধিক।

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি, রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বয়মূলক প্রয়াসের ফলেই গত ১২১ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪২৮ জন, যা দৈনিক-ভিত্তিতে গত ২৩৮ দিনে সর্বনিম্ন।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১ লক্ষ ৬৩ হাজার ৮১৬, যা গত ২৪১ দিনে সর্বনিম্ন এবং মোট আক্রান্তের ০.৪৮ শতাংশ।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ১১ লক্ষ ৩১ হাজার ৮২৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৬০ কোটি ১৯ লক্ষ ১ হাজার ৫৪৩টি।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.২৪ শতাংশ, যা গত ৩২ দিন ২ শতাংশের নীচে। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.১০ শতাংশ। দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার গত ২২ দিন ২ শতাংশের নীচে রয়েছে এবং গত ৫৭ দিন ৩ শতাংশের নীচে।

 

CG/SS/SB



(Release ID: 1766630) Visitor Counter : 171