সারওরসায়নমন্ত্রক
ফার্মাসিউটিকাল ও চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রে সুযোগ-সুবিধা এবং অংশীদারিত্ব নিয়ে বিনিয়োগকারীদের সম্মেলনে ডঃ মনসুখ মান্ডভিয়া বুধবার ভাষণ দেবেন
ইনভেস্ট ইন্ডিয়ার সঙ্গে অংশীদারিত্বে ফার্মাসিউটিকাল দপ্তর বিনিয়োগকারীদের এই সম্মেলন আয়োজন করছে
Posted On:
25 OCT 2021 1:11PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ অক্টোবর, ২০২১
ফার্মাসিউটিকাল ও চিকিৎসা সরঞ্জামের দিক থেকে বিশ্বে ভারতের অবস্থানকে আরও মজবুত করতে ইনভেস্ট ইন্ডিয়ার সঙ্গে সহযোগিতায় ফার্মাসিউটিকাল দপ্তর আগামী ২৭ তারিখ বুধবার বিনিয়োগকারীদের নিয়ে এক সম্মেলন আয়োজন করেছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সম্মেলনের মূল বিষয় - ফার্মাসিউটিকাল ও চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রে সুযোগ-সুবিধা এবং অংশীদারিত্ব গড়ে তোলা। এই উপলক্ষে একাধিক টেকনিকাল সভার আয়োজন করা হচ্ছে, যেখানে বায়োফার্মা; গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগ; বিশ্বে বায়োফার্মা হাব হিসাবে ভারতের মর্যাদাকে আরও মজবুত করা; ভারতীয় চিকিৎসা সরঞ্জাম উৎপাদন ক্ষেত্রের সাফল্যের কাহিনী; টিকা উৎপাদন ক্ষমতা বাড়ানো; ফার্মা ও চিকিৎসা সরঞ্জাম ক্ষেত্রে স্টার্টআপগুলিকে অর্থ সহায়তা এবং ওষুধ তথা চিকিৎসা সরঞ্জাম উৎপাদন ক্ষেত্রে উৎপাদন সংযুক্ত উৎসাহভাতার আওতায় বিনিয়োগকারীদের ওপর নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও সরল করার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হবে।
ফার্মাসিউটিকাল ক্ষেত্রে সুযোগ-সুবিধা নিয়ে যে আলোচনাসভার আয়োজন করা হয়েছে, তাতে বায়োফার্মাসিউটিকাল সংক্রান্ত সৃজনশীল উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হবে। এমনকি, ১৫ হাজার কোটি টাকার সংস্থান সহ যে উৎপাদন সংযুক্ত উৎসাহভাতা কর্মসূচির সূচনা হয়েছে, তার ফলে প্রায় ২৭৮টি সংস্থা ইতিমধ্যেই যুক্ত হওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। ফার্মাসিউটিকাল ও চিকিৎসা সরঞ্জাম ক্ষেত্রে ভারতকে বিশ্বের অগ্রণী দেশে পরিণত করতে এই সম্মেলনের মাধ্যমে বিনিয়োগকারীদের উৎসাহিত করা হবে। উল্লেখ করা যেতে পারে, চিকিৎসা সরঞ্জাম ক্ষেত্রের জন্য উৎপাদন সংযুক্ত উৎসাহভাতা কর্মসূচি চালু হয়েছে। এই কর্মসূচির ফলে চিকিৎসা সরঞ্জাম উৎপাদনের বর্তমান পরিমাণ ১১ বিলিয়ন মার্কিন ডলার থেকে আগামী ৫ বছরে ৫০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ১৩টি চিকিৎসা সরঞ্জাম উৎসাহ সংস্থা কর্মসূচির সুযোগ-সুবিধা গ্রহণের আবেদন জানিয়েছে।
CG/BD/SB
(Release ID: 1766345)
Visitor Counter : 170