স্বরাষ্ট্র মন্ত্রক
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ ভারতে ১০০ কোটি কোভিড-১৯ টিকা প্রদানের সাফল্য অর্জনকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক ঐতিহাসিক এব গর্বের মুহুর্ত হিসেবে বর্ণনা করেছেন
Posted On:
21 OCT 2021 12:34PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২১ অক্টোবর, ২০২১
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কোভিড-১৯ টিকা দানের ক্ষেত্রে ১০০ কোটিরও বেশি মানুষকে ডোজ দেওয়ার জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, এটি একটি ঐতিহাসিক এবং গর্বের মুহুর্ত।
শ্রী অমিত শাহ একাধিক ট্যুইটে জানিয়েছেন যে “ঐতিহাসিক এবং গর্বের মুহুর্ত ! আজ, শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব এবং নিতন্তর উৎসাহের মাধ্যমে ১০০ কোটি কোভিড-১৯ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জন করে ভারত এক রেকর্ড তৈরি করেছে, যা সমগ্র বিশ্বের সামনে নতুন ভারতের অপরিসীম ক্ষমতার দিকটি পুনরায় পরিচিতিলাভ করেছে।”
কেন্দ্রীয় মন্ত্রী এই মাইল ফলক অর্জনে অবদান রাখার জন্য দেশের সকল বিজ্ঞানী, গবেষক এবং স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “আমি এই ঐতিহাসিক কৃতিত্বের জন্য দেশবাসীকে অভিনন্দন এবং সকল বিজ্ঞানী, গবেষক ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানাই, তারা একাধিক প্রতিবন্ধকতা মোকাবিলা করে এই মহান কাজে অবদান রেখেছেন। প্রত্যেক ব্যক্তির নিরাপত্তা এবং স্বাস্থ্যের প্রতি অঙ্গীকারবদ্ধের জন্য শ্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন।”
CG/SS /NS
(Release ID: 1765558)
Visitor Counter : 148